রোগ প্রতিরোধে লাউ
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, লাউ এর আগা ও লাউ নিয়ে অত্যন্ত জনপ্রিয় এ গানটির সাথে আমরা সবাই পরিচিত। লাউ কাউকে বৈরাগী না বানালেও লাউ গাছের আগা, ডগা, ফল সবই খাওয়া যায়। যা অত্যন্ত পুষ্টিকর। আসলে লাউ আমাদের সবার নিকট অত্যন্ত জনপ্রিয় সবজি। লাউ নানা রোগ প্রতিরোধে ও প্রতিকারে বিরাট ভূমিকা পালন করে লাউ এখন শুধু শীতকালে নয় সারা বছরই পাওয়া যায়। লাউ এর আদি নিবাস আফ্রিকা। পরে তা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। লাউ এর ইংরেজী নাম বটল গার্ড বৈজ্ঞানিক নাম। এটি একটি বৃহৎ লতানো বীরুৎ শক্ত জাতীয় উদ্ভিদ। লাউ এ ভিটামিন বি সি শর্করা ও খাদ্য শক্তি পাওয়া যায়। পাতায় এ সি ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। বীজে থাকে ৪৫% ফ্যাট এসিড, প্রোটিন, অ্যামাইনোএসিড ইত্যাদি। বীজের তেল মাথাব্যথা দূর করে এবং লাউ তরকারি হিসেবে খাওয়া হয়।
পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী লাউ গাছের পাতায় খাদ্য উপাদান হলো ঃ প্রোটিন ২.৩ গ্রাম, শর্করা ৬.১ গ্রাম, চর্বি ০.৭ গ্রাম, ক্যালসিয়াম, ৮০ গ্রাম, ক্যারোটিন ১৮৭ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ৯০ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৩৯ কিলোক্যালরি। ১০০ গ্রাম খাবার উপযোগী লাউ এ খাদ্য উপাদান হলো : জলীয় অংশ ৮৩.১ গ্রাম প্রোটিন ১.১ গ্রাম শর্করা ১৫.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, ক্যালসিয়াম ২৬ গ্রাম, লৌহ ০.৭ মিলিগ্রাম, ভিটামিন সি ৪ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি, খনিজ, পদার্থ ০.৫ গ্রাম, কার্বোহাইড্রেট ২.৫ গ্রাম, ফসফরাস ১০ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.০৩ মিলিগ্রাম, বি ২.০১ মিলিগ্রাম, নিয়াসিন ০.০২ মিলিগ্রাম তাছাড়া ম্যাগনেসিয়াম, জিংক, ওমেগা ৬, ফ্যাটি এসিড আছে।
ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের ‘রাতকানা’ রোগ হয়। অবশেষে অন্ধ হয়ে যায়। তাছাড়া চামড়া শুষ্ক, খসখসে ও মুখের উজ্জ্বলতা কমে যায়। দেহের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁতের সমস্যা দেখা দেয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাছাড়া পেশী সংকোচন, হৃদ স্পন্দন, রক্ত সঞ্চালনসহ শরীরের বেশ গুরুত্বপূর্ণ কাজে ক্যালসিয়াম সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে ‘টিটেনি’ নামক এক ধরনের রোগ হয়। এ রোগে মাংস পেশীতে সংকোচন, কম্পন হয়, ফলে সারা শরীরে ব্যথা শুরু হয়। দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যুও হতে পারে। তাছাড়া লাউ এর নানা ওষুধি গুণাগুণও রয়েছে।
যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন তারা নিয়মিত লাউ এর তরকারি খেলে উপকার পাবেন। বিশেষ করে গর্ভবর্তী মহিলারা প্রায়ই কোষ্ঠকাঠিন্য রোগে (শক্ত তরকারি) আক্রান্ত হন। তারা লাউ এর তরকারি খেয়ে উপকার পেতে পারেন। এক্ষেত্রে লাউ গাছের পাতায় শাক খুবই উপকারী।
০ যাদের খাবার কম হজম হয় বা অসুখ-বিসুখ লেগেই থাকে তাদের জন্য লাউ খুবই ভালো খাদ্য।
০ নিয়মিত খেলে কর্ম শক্তি বাড়ে। ০ যাদের শরীর গরম, বা মাথা গরম থাকে তারা লাউ খান উাপকার পাবেন।
০ শরীরে পুষ্টিও পাবেন। যারা হার্টের সমস্যায় আক্রান্ত তারা নিয়মিত লাউ খান উপকার পাবেন।
০ লাউ খেলে শরীরের চামড়ার আর্দ্রতা বজায় রাখে। ফলে শীতকালে চামড়ার টান টান ভাব কমে যায়।
০ যারা হাই প্রেসার বা উচ্চ রক্তচাপে ভুগেন তারা নিয়মিত লাউ খান উপকার পাবেন।
০ কানের ব্যথা লাউ গাছের নরম ডগার রস দিলে উপকার পাওয়া যায়।
০ লাউ গাছের পাতার রসের সাথে চিনি মিশিয়ে খেলে জন্ডিস রোগে উপকার হয়।
০ রাতে যাদের ঘুম কম হয় তারা রাতে কাবারেলাউ এর তরকারি খেলে রাত জাগার প্রবণতা কমে যায়, ঘুম আসে।
০ যাদের সব সময় মাথা গরম থাকে তারা লাউ এর বীজ বেটে মাথার তালুতে রাখলে বা ভরণ দিলে উপকার পাবেন।
০ শরীরে তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেল। বা জ্বর হলে লাউ এর শাস নরম করে কপালে কাপড় দিয়ে বেঁধে রাখলে খুবই উপকার পাওয়া যায়। তাপ শোষিত হয়ে যায়।
০ খাওয়ায় অরুচি দেখা দিলে লাউ এর সবজি বা লাউ এর বাকলের ভাজি খান সমস্যা কমে যাবে। তাছাড়া লাউ পিত্ত, কফ, দূর করে, বীর্য বর্ধিত ও পুষ্ট করে।
এত উপকারী লাউ গাছ বাড়ির আশপাশে লাগান যতœ নিন। পরিবারের তরকারি সমস্যা সমাধান হবে। সকলের পুষ্টি চাহিদাও পূরণ হবে।
মো. জহিরুল আলম শাহীন
সহকারী প্রধান শিক্ষক ও স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক
ফুলসাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ
গোলাপগঞ্জ, সিলেট।
মোবা : ০১৭৩১৯৭২৯৪
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

কর্ণফুলীতে ৫ টাকা বেড়েছে ঘাট ভাড়া; বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড ও ৫ শিক্ষককে জরিমানা

প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ ক্লিনিক-হাসপাতাল!

স্ত্রী ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যা
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আতঙ্কিত নগরী

তৃণমূল থেকে সবখানে দুর্নীতি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : অ্যাড. সৈয়দ শাহীন

১ মে থেকে ডিম-মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধ ঘোষণা

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ

আমাকে বাংলাদেশী বলবেন না, টিউলিপ সিদ্দিকের হুঁশিয়ারি! ভিডিও ভাইরাল

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার!

কুষ্টিয়ার খোকসা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নৈশপ্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার

উখিয়ায় বন্যহাতির আক্রমনে আহত কৃষকের মৃত্যু

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ: সমন্বয়ক পরিচয়ে পদত্যাগপত্রে জোরপূর্বক কর্মকর্তার সই

ডেসটিনির এমএলএমদের নিয়ে নতুন রাজনৈতিক দল

গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে : জামায়াত আমির

বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে বৃষ্টি নামলেই হাঁটু পানি, জনজীবনে চরম ভোগান্তি

সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার সম্পর্ক : মেঘনা আলম

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে : আলী রীয়াজ

ঘুষ না দেয়ায় মারধর : গাবতলীতে মহাসড়ক অবরোধ