ডেঙ্গুজ্বর বেড়েই চলেছে
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
শীত পড়তে শুরু করেছে কিন্তু ডেঙ্গুর প্রকোপ সেভাবে কমছে না। বরং তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই শত শত রুগী হাসপাতালগুলোতে ভিড় করছে। সরকারি হিসাবে এবছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪৮৮ জন ডেঙ্গুতে মারা গিয়েছে। অক্টোবরে সর্বোচ্চ ১৩৫ জন মারা যাওয়ার পর নভেম্বরে এস তা আরও বেড়ে ১৭৩ জন হয়েছে। ডেঙ্গুর পাশাপাশি এডিস বাহিত চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসও এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশে।
আমরা জেনে গেছি এডিস নামক এক প্রকার মশার কামড়ে এ জীবাণু মানবদেহে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তিকে কামড়ালে মশার দেহে জীবাণু প্রবেশ করে এবং পরবর্তীকালে অন্য সুস্থ লোককে কামড়ালে তার দেহে ভাইরাস প্রবেশ করে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। বর্ষায় ও গ্রীষ্মের সময় এ মশা বংশ বিস্তার করে ও এ রোগের দ্রুত বংশ বিস্তার করে। ডেঙ্গুজ্বর ম্যালেরিয়ার মতোই মশাবাহিত জ্বর। ম্যালেরিয়া প্যারাসাইট-জনিত আর ডেঙ্গু ভাইরাস-জনিত। এডিস মশা প্রথমে আফ্রিকার জঙ্গলের গাছের কোটরে বাস করত। আজ সুদূর আফ্রিকা থেকে ডেঙ্গুজ্বর আমাদের দেশে আমদানি হয়েছে সমুদ্রপথে, আকাশপথে ও সড়কপথে।
ডেঙ্গুজ্বর কী? এটি মশাবাহিত ভাইরাস জ্বর। এডিস মশার কামড়ে এই জ্বর হয়ে থাকে। সাধারণত সংক্রমণের তিন থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়।
এই জ্বরের লক্ষণগুলো কী কী? বেশিমাত্রায় জ্বর, মাথাব্যথা (চোখের পেছনে), বমি, মাংস ও হাড়-জয়েন্টে ব্যথা এবং শরীরে র্যাশ। তা ছাড়া শরীরে চুলকানি, মুখে, নাকে, মলের সাথে রক্তক্ষরণ, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি হতে পারে।
ডেঙ্গু হেমোরেজিক জ্বর কী? ডেঙ্গুজ্বরে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হওয়া, রক্তের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া এবং প্লাজমা লিক করাকে হেমেরারেজিক ডেঙ্গু বলে।
ডেঙ্গু শক সিনড্রোম কী? ডেঙ্গুজ্বরে বিপজ্জনকভাবে শরীরের রক্তচাপ কমে গেলে এই অবস্থাকে ডেঙ্গু শক সিনড্রোম বলে।
ডেঙ্গু জ্বরে কী কী পর্যায় আছে? তিনটি পর্যায় আছে। জ্বর পর্যায়- উচ্চমাত্রায় জ্বর, শরীরে, মাথায় ব্যথা, বমি, নাকমুখে অল্প রক্তক্ষরণ, র্যাশসহ এই পর্যায় ২-৭ দিন থাকে। ক্রিটিক্যাল পর্যায়- এই পর্যায় রক্তনালী থেকে প্লাজমা লিক হয়ে শরীরে, বুকে, পেটে জমে এবং ৫ শতাংশ ক্ষেত্রে শক ও হেমোরেজ হতে পারে, এক থেকে ২ দিন এই পর্যায় থাকে। রিকভারি পর্যায়- লিক হওয়া প্লাজমা রক্তনালীতে ফিরে আসে ও সাথে চুলকানি, হার্টরেট কমে যাওয়া এবং মস্তিষ্কে তরল আধিক্যের কারণে জ্ঞানের মাত্রা কমে যাওয়া ও খিঁচুনি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরপর কয়েক সপ্তাহ প্রচ- শারীরিক দুর্বলতা দেখা দেয়।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী? ১. মশার বংশ বৃদ্ধি প্রতিরোধে- এই মশা স্বচ্ছ ও জমা পানিতে বংশ বৃদ্ধি করে। এ জন্য বৃষ্টির জমা পানি, ফুলের টবে থাকা পানি ও এসির পানি, টায়ার, ডাবের খোসার পানি জমা প্রতিরোধ করা বংশ বৃদ্ধি বন্ধ করে। ২. মশার কামড় থেকে রক্ষা করা-মশারি ব্যবহার, শরীর ঢাকা কাপড়চোপড় পরিধান করে থাকা এবং মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে মশা নাশক ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ৩. জনসচেতনতা বৃদ্ধির জন্য রেডিও, পত্রিকা, টিভিতে প্রচার করা।
ডেঙ্গু নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা কী কী? ডেঙ্গুজ্বর নির্ণয়ে ডেঙ্গু এনএস১ ও আইজি এম, আইজি জি রোগীর রক্তে পরীক্ষা করে এই জ্বর নিশ্চিত হওয়া যায়। রক্তে হেমাটোক্রিট ও প্লাটিলেট পরীক্ষা করে দেখা হয়। এ ছাড়া কালচার করে ভাইরাস নির্ণয় এবং পিসিআরের মাধ্যমে নিউক্লিক এসিড নির্ণয় নিশ্চিত হওয়া যায়- তবে এই দু’টি পরীক্ষা ব্যয়সাপেক্ষ বিধায় সচরাচর করা হয় না।
ডেঙ্গুজ্বরের চিকিৎসা কী? নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে চিকিৎসা লক্ষণ অনুযায়ী এবং শরীরের ফ্লুইড ব্যালেন্স করে দেয়া হয়ে থাকে। প্যারাসিটামল দেয়া যেতে পারে তবে অন্য জ্বরের ওষুধ যেমন ইবুপ্রুফেন বা অ্যাসপিরিন নিষেধ- কেননা রক্তক্ষরণের সম্ভাবনা বৃদ্ধি করে)। শিরায় স্যালাইন বা, মুখে খাবার স্যালাইন দিয়ে লক্ষ্য রাখা দরকার যে প্রতি ঘণ্টায় যেন ১ মিলিলিটার/কেজি (শরীরের ওজন) প্র¯্রাব তৈরি হয়, এবং রক্তচাপ ও হেমাট্রোক্রিট স্বাভাবিক থাকে। তবে নেসোগ্যাস্ট্রিক টিউব দেয়া, মাংসে ইনজেকশন দেয়া বা ধমনি ছিদ্র করা যাবে না- কেননা এগুলো রক্তক্ষরণ ত্বরান্বিত করে।
তাই রোগের চেয়ে প্রতিরোধ করা ভালো। রোগ হলে রোগীর কষ্ট, চিকিৎসা, ওষুধ ইত্যাদিতে অনেক ঝামেলা পোহাতে হয়। সবশেষে এ সত্যটি মনে রাখুন- নিজের যতœ না নিলে নিজে, অন্যের ওপর ভরসা মিছে।
মো: লোকমান হেকিম
চিকিৎসক ও কলামিস্ট,
মোবাইল- ০১৭১৬-২৭০১২০।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন