এইডস : বিকৃত যৌনাচার দায়ী
১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
১লা ডিসেম্বর দিনটি প্রতি বছরই ‘বিশ^ এইডস দিবস’ রূপে পালিত হয় সারা বিশ্বে। সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিবছর দিবসটি পালিত হয় বিশে^র অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও। এবারও আমাদের দেশে তা পালিত হল। কিন্তু দিন দিন আমাদের দেশে এই ঘাতক ব্যাধি এইডস বেড়েই চলেছে। কিছুদিন আগেও মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে এই রোগ সংক্রমিত হওয়ার কারনে শতাধিক ব্যাক্তিকে ফেরত পাঠানো হয়েছে। আর এটাও দেখা যাচ্ছে যে বিবাহিতদের মধ্যেই এই সংক্রমণ বেশী হচ্ছে। জাতিসংঘের হিসাব মতে, প্রতিবছর বিশে^র ৩০ লাখ মানুষ এইডস সংক্রমিত হচ্ছে। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে ছয় হাজার আটশ’ জন। এইডস আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে কমপক্ষে পাঁচ হাজার সাতশ। বিশ^ এইডস দিবস পালিত হলেও আমাদের দেশে এইডসের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন কোনো সন্তোষজনক খবর নেই। দেশে এইডস আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই অঞ্চলে এইডস রোগির সংখ্যা কতো, তার সঠিক পরিসংখ্যান নেই। তাছাড়া, রোগিরা সঠিক চিকিৎসাও পাচ্ছে না।
আন্তঃযোগাযোগ আগের যেকোনো সময়ের চেয়ে বেড়ে যাওয়ায় বিশ্বের এক দেশ থেকে আরেক দেশে মরণব্যাধি ছড়িয়ে পড়ছে। হোক তা সংক্রামক কিংবা অসংক্রামক। তেমন একটি রোগ এইচআইভি-এইডস। এটি হলো একধরনের ভাইরাস। ইংরেজিতে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হলে শরীর তা রোধ করতে পারে না। এই অবস্থাটিকে বলে এইডস। তবে এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ-সিরিঞ্জ ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সম্পর্ক করলে এইচআইভি ভাইরাস ছড়ায়। এ ছাড়া মা থেকে গর্ভাবস্থায় প্রসবের সময় অথবা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে সন্তান আক্রান্ত হতে পারে।
বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ১৯৮৯ সালে। সেই থেকে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত পাঁচ বছরে এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য- দেশে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত শনাক্ত হয় ১২ হাজার ৪২২ জন। ইউএনএইডসের অনুমিত হিসাবে দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার। সংক্রমিত ব্যক্তির তুলনায় শনাক্তের হার ৮৮.৭২ শতাংশ। সংক্রমিত সাত হাজার ৫০০ জনকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। এখনো প্রায় দুই হাজার চিকিৎসার বাইরে। তাদের ঝুঁকি অনেক বেশি। এমন পরিস্থিতিতে ১লা ডিসেম্বর রোববার পালিত হয়েছে ‘বিশ্ব এইডস দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট চিকিৎসকদের ভাষ্যমতে, একসময় অভিবাসী কর্মী ও শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে বেশি আক্রান্ত হলেও চলতি বছর নতুন আক্রান্তদের মধ্যে সমকামীর হার বেশি। সাধারণ মানুষের বেশির ভাগ আক্রান্ত হচ্ছেন বিদেশফেরত প্রবাসী শ্রমিকের মাধ্যমে।
স্বাস্থ্য অধিদফতরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যানুযায়ী, চলতি বছরে নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছে এক হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে ৪২ শতাংশ সমকামী, ২৪ শতাংশ সাধারণ মানুষ ও ১০ শতাংশ রোহিঙ্গা। প্রবাসী শ্রমিক, যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষও এ রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগীর ৬৩ শতাংশ ২৫-৪৯ বছর বয়সী, ২১ শতাংশের বয়স ২-২৪ বছর। এইডস বিষয়ে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা: শ্রীবাস পাল একটি জাতীয় দৈনিককে বলেন, ‘১০ বছর আগে এইডসে আক্রান্তের সংখ্যা বেশি ছিল যৌনকর্মী ও তাদের সাথে শারীরিক সম্পর্কে যাওয়া ব্যক্তিদের মধ্যে; কিন্তু গত দু-তিন বছরে সমকামী পুরুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।’ তিনি আরো জানান, দেশের সমকামীরা অনলাইনে একে অন্যের সাথে যোগাযোগ করে। পরে দেখা-সাক্ষাতের মাধ্যমে যৌন সম্পর্কে লিপ্ত হয়। এদের এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
উল্লেখিত তথ্য থেকে বোঝা যায়, আসলে কেন এইডসে আক্রান্ত হচ্ছেন কোনো ব্যক্তি। যে যেভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করুন না কেন, প্রায়ই দেখা যায়, এটি মূলত অবাধ ও বিকৃত যৌনাচারের বিষফল। হাতেগোনা অল্প ক্ষেত্রে এ ভাইরাসে শুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত কেউ আক্রান্ত হচ্ছেন। অথচ একটি মুসলিমপ্রধান ও রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশে এত এইডস রোগী থাকার কথা নয়। তবু এ রোগে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে বোঝা যায়, অবাধ যৌনাচারে অভ্যস্ত হয়ে পড়ছেন অনেকে। আর সমকামিতার মতো জঘন্য যৌন বিকৃতিও ঘটছে। পবিত্র কুরআনের বর্ণনা মতে, এই অপকর্মে অভ্যস্ত হওয়ায় আল্লাহ একটি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। আমরা মনে করি, এ দেশে এইডস নিয়ন্ত্রণে সর্বপ্রথম শুদ্ধ জীবনাচারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আক্রান্তদের যথাযথ চিকিৎসার আওতায় আনতে হবে, যাতে তারা সুস্থ থাকেন; অন্যকে সংক্রমিত করতে না পারেন। এ ব্যাপারে দ্রুত কিছু না করলে সামনে সমূহ বিপদ। তাই নিজের যতœ না নিলে নিজে, অন্যের ওপর ভরসা মিছে।
মো: লোকমান হেকিম
চিকিৎসক ও কলামিস্ট।
মোবাইল- ০১৭১৬-২৭০১২০
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ফের দরপতনে শেয়ারবাজার
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সফিক ঢাকায় সস্ত্রিক গ্রেপ্তার
বাণিজ্য মেলা আয়োজনের কাজ পেলো ফ্যাসিস্ট সরকারের অনুগত ও সুবিধাভোগী প্রতিষ্ঠান, উপদেষ্টার কাছে অভিযোগ
হজযাত্রী কোটা সর্বনিম্ন ১০০ জন নির্ধারণের দাবি বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের
চকরিয়ায় ব্লক ইট তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী নেতার বিরুদ্ধে নাগরিক কমিটির নেতার মামলা
ইসলামি অর্থনীতির স্বরূপইসলামি অর্থনীতির স্বরূপ
পুঠিয়া পৌরসভা সাবেক মেয়র মামুনের বাবার দাফন সম্পন্ন
বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'পুতুলনাচের ইতিকথা'
মেঘনা সেতুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-২
নোবিপ্রবিতে ১৮০ কৃতী শিক্ষার্থীর অংশগ্রহণে ‘মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর’ অনুষ্ঠিত
নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে হবে: তারেক রহমান
কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করা হবে
কায়রোতে প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
চার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে শিশু বিশেষজ্ঞদের অবস্থান কর্মসূচি
গুমের সাথে জড়িত ২০ সরকারী কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
ঝিকরগাছায় নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে থানায় অভিযোগ স্বামীর
চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ নতুন ঋণ পাবে ৭৫ কোটি ডলার
অন্তর্বরতী সরকার আন্তরিক হলে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব- খুলনায় হেলাল