লিভারের রোগে মুখের সমস্যা
২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম

আমাদের দেশে জন্ডিস বা হেপাটাইটিস রুগী অনেক বেশী এবং অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাস সংক্রমণের কারণে লিভারের রোগ হয়ে থাকে। অ্যালকোহল সেবন, লিপিড এবং কার্বোহাইড্রেট এর বিপাকক্রিয়ায় অচলাবস্থার কারণেও লিভার এর রোগ দেখা দিতে পারে। লিভারের রোগে অনেক সময় মুখে প্রচন্ড দুর্গন্ধ হয়ে বিড়ম্বনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আবার অনেক সময় রোগী কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতে পারে। ডায়াবেটিস ও হৃদরোগের মত লিভারের রোগের সাথে পেরিওডণ্টাল রোগের যোগসূত্র রয়েছে। পেরিওডণ্টাইটিস এর সাথে লিভারের রোগ যেমন নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কারসিনোমার যোগসূত্র খুজে পাওয়া যায়। অর্থাৎ এ সব রোগের অবস্থার অবনতি ঘটে থাকে। তাই লিভারের রোগের চিকিৎসার পাশাপাশি আপনার পেরিওডণ্টাল স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
দাঁত তোলা বা কোনো সার্জারির পর রক্তপাত হবে এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো রক্তপাত বেশী হওয়ার কারণে বিভিন্ন জটিলতা দেখা দেয়। রক্তপাত বেশী হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ লিভারের রোগ। লিভার ফেইলিউর বা লিভার অকার্যকারিতায় যে সব কারণে রক্ত জমাট বাধতে পারে না সেগুলো হলো- (ক) ভিটামিন কে’র বিপাকক্রিয়ায় প্রতিবন্ধকতা (খ) ফিব্রিনোলাইসিসের পরিমাণ বেড়ে যাওয়া (গ) স্বাভাবিক রক্ত জমাট প্রক্রিয়ার উপাদানগুলোর বেশী পরিমাণে শরীর দ্বারা গ্রহণ করা। উপরোক্ত কারণে রক্তপাত রোধ করা কঠিন হয়ে পড়ে। এন্টিফিব্রিনোলাইটিক এজেন্ট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এক্ষেত্রে কার্যকর ভুমিকা রাখে। আর এর সঙ্গে ভিটামিন কে’ও ভ‚মিকা রাখতে পারে। এ অবস্থায় ভিটামিন ‘কে’ ১০ মিলিগ্রাম ইনজেকশন আকারে প্রদান করে সমস্যা সমাধান করা সম্ভব।
ক্রনিক লিভারের রোগে কোয়াগুলোপ্যাথির জন্য সামান্য আঘাতে মাড়ি থেকে অতিরিক্ত রক্তপাত হতে পারে। তাই যে কোনো অপারেশনের আগে সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুদের ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজে দাঁত ও মাড়িতে সবুজ দাগ এবং এনামেল হাইপোপ্লাসিয়া দেখা যেতে পারে। দাঁতের চিকিৎসা জটিল হতে পারে বিøডিং ডিজঅর্ডার এর কারণে।
হেপাটাইটিস ‘সি’ ভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা একেবারে কম নয়। সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্যের মাধ্যমে এ ভাইরাস সংক্রমণ ঘটে থাকে। যৌন মিলনেও হেপাটাইটিস সি ভাইরাস সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস ছোঁয়াছে অর্থাৎ একজন থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে। বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাস ইনজেকশনের সিরিঞ্জ দ্বারা ড্রাগ নেওয়ার মাধ্যমে বেশি সংক্রমিত হচ্ছে। হেপাটাইটিস সি ভাইরাস লিভারের মারাত্মক ক্ষতি, লিভার ফেইলিউর, লিভার ক্যান্সার এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এছাড়া ধারণা করা হয় হেপাটাইটিস সি ভাইরাস এর সাথে মুখের অভ্যন্তরের রোগ লাইকেন প্ল্যানাস এবং স্কোয়ামাস সেল কারসিনোমা বা ক্যান্সার এর যোগসূত্র থাকতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস এর জন্য কোনো ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কার হয়নি। নিরাপদ রক্ত গ্রহণ ও নিরাপদ যৌন মিলন এর প্রতিরোধ করতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কারসিনোমা সৃষ্টি করতে পারে। আপনার শরীরে বি ভাইরাস উপস্থিত থাকলে কেবলমাত্র তখনই আপনি ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন। তাই যথাসময়ে বি ভাইরাসের ভ্যাকসিন বা টিকা নিন। মনে রাখতে হবে কেবলমাত্র হেপাটাইটিস বি ও সি ভাইরাস হেপাটোসেলুলার ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই এসব বিষয়ে সমাজের সবাইকে সচেতন হতে হবে।
ডা. মোঃ ফারুক হোসেন
ইমপ্রেস ডেন্টাল কেয়ার
মিরপুর-১৪ ব্যাটালিয়ন বউ বাজার, ঢাকা।
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ dr.faruqu@gmail.com
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিএনপি! নেক্কারজনক ভূমিকায় হতবাক-বিক্ষুব্ধ নেটিজেনরা

সুরমার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় কয়েক শত শত পরিবার

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরছেন জেলেরা

ইতালিতে নতুন নিরাপত্তা আইন, রোমজুড়ে তীব্র বিক্ষোভ

ঈদের ৯দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে

সাতক্ষীরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন! আরো এক ভাই আহত

ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

সরকারের দুই উপদেষ্টা আ’লীগ পুনর্বাসনে ব্যস্ত বলে রাশেদ খানের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারের প্রধানমন্ত্রী

ভারতকে হটিয়ে তবে কি কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান?

৪০ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সড়ক দুর্ঘটনায় নিঃশেষ হয়ে গেল পুরো পরিবার

পাবনার সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আনোয়ারায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে রাজনৈতিক কর্মী জাহির বালোচ গ্রেপ্তার

মাথায়গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কে ঈদের পরে ৬ষ্ঠ দিনেও পর্যটকের ভিড়!

বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু