পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল নিউজিল্যান্ড
০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

শুরুর ধাক্কা সামলে ভালো ভিত গড়ে দিলেন রাইস মারিউ। তার উপর দাঁড়িয়ে ঝড়ো ফিফটি উপহার দিলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। বল হাতে রেকর্ড গড়লেন বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হারা পাকিস্তানকে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে ছাড়ল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছে কিউইরা। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৬৫ রানের লক্ষ্যে ২ ওভার বাকি থাকতেই ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বল হাতে ৯ ওভারে স্রেফ ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সিয়ার্স। আগের ম্যাচেও নিয়েছিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সিয়ার্সই।
তবে ৪০ বলে ৬ ছক্কা ও ১ চারে ৫৯ রানের পর ৮ ওভারে ৩৯ রানে ১ উইকেট ও অসাধারণ একটি ক্যাচ নিয়ে এবারের জয়ের নায়ক দলপতি ব্রেসওয়েল।
অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিল ব্ল্যাক ক্যাপস বাহিনী। চোট ও আইপিএল মিলিয়ে এই দলে নেই নিয়মতদের অনেকেই।
এই ম্যাচেও পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন ১২জন। রান তাড়ায় তৃতীয় ওভারে সিঙ্গেল নিতে গিয়ে নন স্ট্রাইক প্রান্তে ছোড়া বল এসে লাগে ইমাম-উল হকের হেলমেটের গ্রিলে। রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে হেলমেট কুলে মাটিতে শুয়ে পড়েন পাক ওপেনার। কিছু সময় চলে শুশ্রূষা। কিন্তু চালিয়ে যেতে পারেননি।
এরপরও বাবর আজম ও আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। শফিক ৫৬ বলে ৩৩ রান করে ফিরলেও ভালো কিছুর আভাস মিলছিল বাবরের ব্যাটে। তিন্তু তিনিও ফেরেন ফিফটির পরপরই ড্যারিল মিচেলের বলে ডিপ মিড উইকেটে টিম সাইফার্টকে ক্যাচ প্রাকটিস করিয়ে।
পাকিস্তানের হয়ে ৫৮ বলে সর্বোচ্চ ৫০ রান আসে বাবরের ব্যাট থেকেই। ত্রিশ ছাড়ানো ইনিংস আছে আরও দুটি- দলপতি মোহাম্মদ রিজওয়ানের ৩২ বলে ৩৭ এবং বৈয়ব তাহিরের ৩১ বলে ৩৩। ৪ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় সফরকারীরা।
পাকিস্তানের টানা দুই ম্যাচে ১২জনের ব্যাটিং করার মতই বিরল ঘটনা ঘটেছে আরও একটি। ম্যাচের শেষ দিকে। পাকিস্তানের ইনিংসে তখন ব্যাটিংয়ে তাহির, বোলিংয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলটি করার জন্য ডাফি পপিং ক্রিজে ঢুকে লাফিয়ে বল ছোঁড়ার মুহূর্তে মাঠের সব ফ্লাডলাইট নিভে যায়।
ততক্ষণে বল বেরিয়ে গেছে ডাফির হাত থেকে। বিপদ টের পেয়ে স্টাম্প ছেড়ে পিছিয়ে যান তাহির। বলের গতিপথ খুঁজে পাননি উইকেটকিপারও। বল চলে যায় বাউন্ডারির বাইরে। ম্যাড়মেড়ে হয়ে যাওয়া ম্যাচের এই ঘটনা কিছুটা হাস্যরসের কারণ হয়।
আগের রাতে তুমুল বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারের ম্যাচ নির্ধারণ করা হয়।
টসে হেরে বল বেছে নেওয়া পাকিস্তান তৃতীয় ওভারেই পায় সফলতার দেখা। নিক ক্যালিকে ফিরিয়ে দেন নাসিম শাহ। এরপর আর স্বস্তির অবকাশ পায়নি পাকিস্তান। নিউজিল্যান্ড বড় কোনো জুটি না পেলেও পেয়েছে রান।
ব্রেসওয়েলের ফিফটি ছাড়াও ৬১ বলে ৫৮ রান করেন ওপেনার মারিউ। লড়াকু সংগ্রহ পেতে অবদান রাখেন হেনরি নিকোলস (৪০ বলে ৩১) ও ড্যারিল মিচেল (৫৩ বলে ৪৩)। ২০১৯ সালের পর ওয়ানডে খেলতে নামা সাইফার্ট ২৯ বলে করেন ২৬ রান।
৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আকিফ জাভেদ। এজন্য ৮ ওভারে কাকে গুনতে হয়৬২ রান। ৯ ওভারে ৫৪ রানে ২ উইকেট নেন নাসিম।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৪২ ওভারে ২৬৪/৮ (মাইরু ৫৮, কেলি ৩, নিকোলস ৩১, মিচেল ৪৩, সাইফার্ট ২৬, ব্রেসওয়েল ৫৯, আব্বাস ১১, হে ৮, সিয়ার্স ৫*; নাসিম ৯-০-৫৪-২, আকিফ ৮-১-৬২-৪, ফাহিম ৫-০-৩১-১, ওয়াসিম ৮-০-৪৭-০, সালমান ৩-০-১৬-০, মুকিম ৯-১-৪৫-১)।
পাকিস্তান: ৪০ ওভারে ২২১ (শাফিক ৩৩, ইমাম রিটায়ার্ড হার্ট ১, বাবর ৫০, উসমান ১২ রিজওয়ান ৩৭, সালমান ১১, তাহির ৩৩, ফাহিম ৩, নাসিম ১৭, ওয়াসিম ০, আকিফ ১*, মুকিম ২; ও’রোক ৯-০-৬০-০, ডাফি ৭-০-৪০-২, সিয়ার্স ৯-০-৩৪-৫, ব্রেসওয়েল ৮-০-৩৯-১, আব্বাস ৩-০-১৬-১, মিচেল ৪-০-৩০-১)।
ফল: নিউজিল্যান্ড ৪৩ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : মাইকেল ব্রেসওয়েল।
ম্যান অব দা সিরিজ: বেন সিয়ার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র