নিজে নিজেই মরবে ক্যান্সার কোষ! ‘কিল সুইচ’ আবিষ্কার মার্কিন বিজ্ঞানীদের
১৫ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল ক্যান্সার। ২০২০ সালে কর্কট রোগে বিশ্ব জুড়ে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এ পরিসংখ্যানগুলি থেকেই ক্যান্সারের বিপদের আঁচ পাওয়া যায়। সবথেকে ভয়ের বিষয়, এখনও পর্যন্ত ক্যান্সারের কোনও ১০০ শতাংশ সফল চিকিৎসা নেই। গত কয়েক দশকে এই বিষয়ে অনেকটাই এগিয়েছেন বিজ্ঞানীরা, তবে, এখনও এই রোগ হলে মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। তবে, এবার ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত গবেষণায় ঘটল বড় অগ্রগতি। ক্যান্সার কোষকে হত্যা করতে পারে, এমন ‘কিল সুইচ’ আবিষ্কারের দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের স্যাক্রামেন্টোয় অবস্থিত ‘ইউসি ডেভিস কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে-এর বিজ্ঞানীরা।
তাদের দাবি, মানব কোষের রিসেপ্টর অংশে একটি বিশেষ প্রোটিন রয়েছে। ওই প্রোটিনকে ক্যান্সার কোষ মারার জন্য নকশা করা যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোষের সিডি৯৫ রিসেপ্টর বা এফএএস-এর অংশে এই প্রোটিন থাকে। এই প্রোটিন রিসেপ্টরগুলি থাকে কোষের ঝিল্লি বা মেমব্রেনে। এই প্রোটিনগুলি রিসেপ্টরের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তাদের একবার জাগিয়ে দিলে, অর্থাৎ, সক্রিয় করা হলে, তারা একটি বিশেষ সংকেত প্রকাশ করে। সেই সঙ্কেত ক্যান্সার কোষগুলিকে নিজে থেকেই ধ্বংস করে দেয়।
মার্কিন গবেষকরা এই চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছেন সিএআর টি-সেল থেরাপি। তারা জানিয়েছেন, প্রথমে কোনও ক্যান্সার রোগীর রক্ত থেকে টি-কোষ সংগ্রহ করা হয়। তারপর, গবেষণাগারে ওই টি-কোষগুলির জিনগত পরিবর্তন ঘটিয়ে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর বা সিএআর নামে একটি রিসেপ্টর তৈরি করা হয়। এরপর, ওই রিসেপ্টরগুলিকে ফের রোগীর শরীরে ইনজেকশনের মাধ্যম ঢুকিয়ে দেওয়া হয়। এরপরই ওই সক্রিয় কিল সুইচ স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সার আক্রান্ত কোষগুলিতে হত্যা করা শুরু করে।
এই গবেষণা দলের বিশিষ্ট সদস্য তথা বিজ্ঞানী যোগেন্দর তুশির-সিং জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসায় এটা অত্যন্ত বড় অগ্রগতি। তবে, এই চিকিৎসা পদ্ধতির কিছু সীমাবদ্ধতা ধরা পড়েছে। এখনও পর্যন্ত, লিউকেমিয়া এবং অন্যান্য রক্তের ক্যান্সারের বিরুদ্ধে, অর্থাৎ, যে যে ক্ষেত্রে তরল টিউমার থাকে, সেই ক্ষেত্রগুলিতে এই চিকিৎসায় দারুণ কার্যকর হয়েছে। তবে, স্তন, ফুসফুস এবং অন্ত্রের ক্যান্সারের মতো শক্ত টিউমারের বিরুদ্ধে এর সাফল্যের মাত্রা কম। তুশির-সিং-এর মতে, এটাই এখন তাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে তারা আশাবাদী, এই চিকিৎসা পদ্ধতিকে অদূর ভবিষ্যতেই কঠিন টিউমারের ক্যান্সারগুলির নিরাময়ের জন্যও তৈরি করা যাবে।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবির ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১৫ শিক্ষার্থী
স্পেনে সমকামীতার অভিযোগে একজনকে হত্যা, অভিযুক্ত চার
১৮১ রানে পিছিয়েও বাংলাদেশের ইনিংস ঘোষণা
বন্ধু থেকে যেভাবে শত্রুতে পরিণত হল ইরান ও মিশর
কমলনগর ছেড়ে ঢাকা যাওয়ার পথে ৭ টি মাইক্রোবাস ও ৫ টি যাত্রীবাহী বাস আটক
ওয়ালটনের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর সিটি ব্যাংকের
নাঙ্গলকোটে কলেজ ছাত্রী পিংকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
বেপরোয়া থ্রি-হুইলার দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক। সাভার আশুলিয়ায় ব্যাপক যানজট
টেকনাফে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।
১৫ বছর ছাত্রলীগ ছিল এখন শুনি ছাত্রশিবির বগুড়ায় যৌথ সভায় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কেউ মারা যায়নি : ডিএমপি
সিনিয়রদের কর্মে জুনিয়ারের শাস্তি!
গুচ্ছ থেকে বের হতে শাবিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা বিবি
তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত মা
লিভারপুলের বিপক্ষে ভিনিসিউসকে পাচ্ছে না রিয়াল
ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশ খেলাফত আন্দোলন
সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে গণঅধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৩৪জন ডেঙ্গু আক্রান্ত
বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোচ টার্মিনালে শান্ত পরিবহনের কাউন্টার বন্ধের জেরে আতংক উদ্বেগ ও অস্থিরতা !