ডায়াবেটিস রোগীর হাইপোগ্লাইসেমিয়া
২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
হঠাৎ করে যদি ডায়াবেটিসের রোগী অজ্ঞান হয়ে যায় তবে সর্বপ্রথম হাইপোগ্লাইসেমিয়ার কথা মাথায় রাখা উচিত। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে যাওয়া। ডায়াবেটিকদের রক্তে গ্লুকোজের পরিমান বেশী থাকে। হঠাৎ করে গ্লুকোজের পরিমান কমে গিয়ে বিপত্তির সৃষ্টি হয়। এ সময় যদি সঠিক চিকিৎসা না করা হয় তবে মারাত্মক ক্ষতি হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হলে রক্তে গ্লুকোজের পরিমান ২.৫ মিলিমোল/লিটার এর কম হয়ে যায়।
হাইপোগ্লাইসেমিয়ার অনেক কারণ আছে। তবে সাধারণ কিছু কারণ আছে যার জন্য সচরাচর হাইপোগ্লাইসেমিয়া হয়। যেমনঃ ১। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা। ২। কোন বেলার খাবার না খাওয়া বা খেতে ভুলে যাওয়া। ৩। ইন্সুলিনের ডোজ বেশী নেয়া। ৪। মুখে ডায়াবেটিস নিয়ন্ত্রনের ওষুধ বেশী খাওয়া। ৫। এলকোহল। ৬। লিভার ও কিডনীতে সমস্যা থাকলে।
হাইপোগ্লাইসেমিয়াকে মৃদু, মধ্যম ও তীব্র ধরনের এভাবে ভাগ করা হয়। সবচেয়ে বিপদজনক তীব্র হাইপোগ্লাইসেমিয়া। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার রুগীকে দ্রুত চিকিৎসা করা না হলে মৃত্যুও ঘটতে পারে।
হাইপোগ্লাইসেমিয়ার রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা যায়ঃ- ১। অস্বস্তিবোধ। ২। অস্থিরতা। ৩। ঘাম হওয়া। ৪। বমিভাব, বমি। ৫। বুক ধড়ফড় করা। ৬। বিভ্রান্তি। ৭। জ্ঞান হারিয়ে ফেলা। ৮। তন্দ্রাভাব। ৯। অস্পষ্টভাবে কথা বলা। ১০। মাথা ব্যথা। ১১। হঠাৎ ক্ষুধা লাগা। ১২। হঠাৎ ভাবাবেগ বা আচরণের পরিবর্তন। ১৩। হাত পা কাঁপা। ১৪। খিঁচুনি। ১৫। চোখে দেখতে সমস্যা হওয়া ইত্যাদি।
তবে সব রোগীরই যে একরকম লক্ষন থাকবে তা নয়। হাইপোগ্লাইসেমিয়ার তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন লক্ষন দেখা দেয়। ঘুমের মধ্যেও হাইপোগ্লাইসেমিয়ার হতে পারে। এক্ষেত্রে রোগীরা অতিরিক্ত স্বপ্ন দেখে, ঘাম হয়, কাঁপাতে থাকে এবং সকালে ঘুম থেকে উঠার পর বিভিন্ন সমস্যার শিকার হন।
হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কি না তা খুব সহজেই জানা যায়। একজন ডায়াবেটিসের রুগীর উপরোক্ত লক্ষণ দেখা গেলে প্রথমেই হাইপোগ্লাইসেমিয়া সন্দেহ করা উচিত। চিকিৎসাও শুরু করা উচিত দ্রুত। রক্তের গ্লুকোজ মাপলে অনেক কম পাওয়া যাবে। আজকাল বাড়ীতেই রক্তের গ্লুকাজ মাপা যায়। ডায়াবেটিকদের গ্লুকোমিটার বাসাতে রাখা উচিত। তাহলে সহজেই দ্রুত ডায়াগনসিস করা যাবে।
হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনসিস করতে পারলে সাথে সাথে চিনি জাতীয় খাবার দিতে হবে। চিনির বা গ্লুকোজের শরবৎ, মিষ্টি, ড্রিংকস্, ফলের রস, চকলেট ইত্যাদি দেয়া যায়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আবার রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে হবে। তখন যদি গ্লুকোজের মাত্রা কম থাকে আবার উপরোক্ত খাবার দিতে হবে। অতিদ্রুত রোগীকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। অনেক সময় বাসায় বা আশেপাশে পরীক্ষার ব্যবস্থা থাকেনা। তখন দ্রুত নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে হবে। তবে নিয়ে যাবার আগে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার দেয়া উচিত। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কখনই বাসাতে করা যাবেনা।
এই রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরুকরতে হবে। গ্লুকাগন ইনজেকশন মাংসে দিলে দ্রুত রক্তের গ্লুকোজ বেড়ে যায়। শিরায় গ্লুকোজ দিলে রোগী দ্রুত আরাম পায়। রোগী যদি অজ্ঞান থাকে তবে শিরায় গ্লুকোজ দিলে দ্রুত ভাল হয়ে উঠে।
ডায়াবেটিক রোগীদের যেকোন সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই সবারই এ বিষয়ে ধারণা থাকা দরকার। চিকিৎসকের উচিত ডায়াবেটিক রোগীদের বিষয়টি সময় নিয়ে ভালভাবে বুঝিয়ে দেয়া। রোগীর আত্মীয়স্বজনকেও বিষয়টি বুঝিয়ে দিতে হবে। ডায়াবেটিক রোগীদের বাসায় গ্লুকোমিটার অবশ্যই রাখা উচিত। এখন গ্লুকোমিটারের দাম বেশী নয় এবং এর ব্যবহারও খুব সহজ।
ডা. মোঃ ফজলুল কবির পাভেল
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ার হত্যা মামলার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার
বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
ভারতের অপকর্ম অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ
কলকাতার হাসপাতাল বাংলাদেশীদের চিকিৎসা না দেওয়ার খবর ‘মিথ্যা’: ভারতীয় মিডিয়া
মানিকগঞ্জে সই নকল করে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অভিভাবকের কাছে ইউএনও’র খোলা চিঠি
৬০ বিজিবির অভিযানে ৪৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
উপায়ান্তর না দেখে বাংলাদেশিদের চিকিৎসায় অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিলো কলকাতার হাসপাতাল
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বিএনসিসির সহায়তায় দেশ নিরাপদ জায়গায় এসেছে : সেনাপ্রধান
রাঙ্গামাটি জেলা প্রশাসককে রাঙ্গামাটি প্রেস ক্লাবের বদলিজনিত বিদায় ও ফুলেল শুভেচ্ছা
দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান ও সচিবের আইডি সাময়িক বন্ধ
নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে
কাপ্তাইয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ দু'ই সদস্যকে সংবর্ধনা ও তিতুমীর একাডেমির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় গ্রেপ্তার ৩
সিংগাইরে দুধর্ষ ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট
সালথায় ঘরের চালা কেটে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত
গাজায় যুদ্ধবিরতির আহ্বানে টার্নার প্রাইজ বিজয়ী স্কটিশ শিল্পী জাসলিন কাউর
সোনাহাট স্থলবন্দরে কমিটি গঠন নিয়ে দ্বন্ধ, সংবাদ সম্মেলন করে ২ গ্রুপের নতুন কমিটি গঠনের দাবি