ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন? দেখুন কোন বিপদ ডেকে এনেছেন আপনি!
০২ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম

ঈদের ছুটিতে সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ছবি দেখা যাচ্ছে। অতীত থেকে বর্তমানের বিভিন্ন ছবি মুহূর্তেই বদলে যাচ্ছে অ্যানিমেশন স্টাইল ছবিতে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ঘিবলি। পুরো বিশ্ব এখন কাঁপছে এই ট্রেন্ডে।
যে যেমন পারছেন নিজের যুতসই ছবি ঘিবলি স্টাইল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারাও মজেছেন এই ঘিবলিতে। এই ট্রেন্ড সিনেমার দৃশ্য থেকে শুরু করে ব্যক্তিগত পারিবারিক ছবি পর্যন্ত সবকিছুকে ঘিবলি-ধাঁচের ভিজ্যুয়াল ছবিতে রূপান্তরিত করছে। অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার ও নেইমারের মতো তারকারাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
ডিজিটাল সেনসেশন তৈরির পাশাপাশি ভাইরাল এই ট্রেন্ড ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মধ্যে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে উদ্বেগও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাব্য হুমকি বিষয়ে ইতোমধ্যে সতর্কও করেছেন। তারা ব্যবহারকারীদের এআই ইমেজ-জেনারেশন প্রযুক্তি ব্যবহার করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে মজার ছলে গাঁ ভাসাতে গিয়ে নিজেদের কোন বিপদে ফেলতে যাচ্ছেন তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঘিবলি স্টাইল আসলে কী?
স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’–র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভারসন ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।
যেভাবে বানানো হয় ঘিবলি স্টাইল ছবি
ঘিবলি ট্রেন্ডের ছবি বানাতে সবচেয়ে বিখ্যাত অ্যাপ এখন চ্যাটজিপিটি। এই অ্যাপটি খুলে নিজের ছবি আপলোড করে দিয়ে লিখতে হয় ‘transform it into ghibli style’। এতেই আপনার ছবিটি ঘিবলি স্টাইলের ছবির মতো দেখতে হয়ে যাবে।
চ্যাটজিপিটি ছাড়াও রয়েছে গ্রোক এআই অ্যাপ। একইভাবে এই সাইট খুলে নিজের ছবি আপলোড করতে হয়। লিখতে উপরের একই কমান্ড। কিছুক্ষণের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপটি আপনার ছবির ভোল পাল্টে দেবে ঘিবলিতে। এছাড়াও হাগিং ফেস সহ বেশ কয়েকটি অ্যাপ ব্যবহার করে ঘিবলি স্টাইলে ছবি বানানো যায়
যে বিপদে পড়তে পারেন আপনি
ঘিবলি অ্যাপে ব্যবহৃত ব্যক্তিগত ছবি কোথায় যাচ্ছে আপনি কি তা ভেবে দেখেছেন? এআই প্ল্যাটফর্মে আপনার এই ছবি সংরক্ষিত হচ্ছে এবং ভবিষ্যতে বিভিন্নভাবে এটি ব্যবহার হতে পারে।
বিশেষজ্ঞরা এখনই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, আপনি যে ব্যক্তিগত ছবি এআই টুলগুলিতে আপলোড করছেন, সেগুলি শুধু সংরক্ষণই করা হচ্ছে না, বরং এআই মডেল ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।
ঘিবলি ট্রেন্ডদের ঝুঁকি নিয়ে এআই কী বলছে?
আমরা চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম, ঘিবলি আর্ট তৈরির জন্য অনলাইনে বহু ছবি আপলোড করা হচ্ছে। এটি কি নিরাপদ? আপলোডকৃত ছবি প্ল্যাটফর্মে সংরক্ষিত হচ্ছে কি?’ এআই নিজেই জানিয়ে দিয়েছে যে, এই ট্রেন্ড নিরাপদ নয় এবং আপনার ব্যক্তিগত ডাটা সংরক্ষিত হচ্ছে।
বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্ম আপলোড করা ছবিগুলোকে নিজেদের সার্ভারে সংরক্ষণ করে। কিছু প্ল্যাটফর্ম সাময়িকভাবে সংরক্ষণ করলেও, অনেক প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদীভাবে সেগুলি সংরক্ষণ করতে পারে।
অনেক প্ল্যাটফর্মে ব্যবহৃত ছবি জনসমক্ষে প্রকাশিত হতে পারে, বিশেষত যদি সেগুলোর কোনো পাবলিক গ্যালারি ফিচার থাকে। প্রাইভেসি পলিসি না পড়ে অনুমোদন দিলে, আপনার ব্যক্তিগত ছবি এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে এবং আপনার ছবি অপব্যবহার হতে পারে। প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে বা আপনার ছবি ফাঁস হয়ে গেলে এটি ভুলভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: ফেক প্রোফাইল তৈরি, এআই ডিপফেক ইমেজ জেনারেশন ইত্যাদি ভাবে অপব্যবহারিত হতে পারে।
এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে ভুয়া প্রমাণ তৈরি করা সহজ। ব্যক্তিগত ছবি শেয়ার করা ব্যবহারকারীরা নিজেদের ডেটার উপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে থাকেন। তাদের সম্মতি ছাড়াই ক্ষতিকারক কন্টেন্ট এবং ব্যক্তিগত বিজ্ঞাপন তৈরি সহ বিভিন্ন উদ্দেশ্যে এসব ডেটা ব্যবহার করা হতে পারে।
খারাপ উদ্দেশ্য থাকা যে কেউ এআই ইমেজ জেনারেটর তৈরি করবে। ফলে জাল প্রমাণ তৈরি করা অত্যন্ত সহজ করে তুলবে। কয়েক মিনিটের মধ্যে এবং প্রায় বিনা খরচে এগুলি তৈরি করতে সক্ষম হবে। তথ্য কেলেঙ্কারীর সুযোগ আরও বাড়িয়ে তুলবে।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম "প্রোটন" এআই সিস্টেমে ব্যক্তিগত ছবি শেয়ার করার বিপদগুলি তুলে ধরেছে। একবার একজন ব্যবহারকারী একটি ছবি আপলোড করলে সে এর ভবিষ্যতের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারণ এই ছবিগুলি এআই মডেল প্রশিক্ষণ ডেটাসেটে অন্তর্ভুক্ত করা হতে পারে। মানহানিকর কনটেন্ট তৈরি বা হয়রানি মূলক কাজে ব্যবহৃত হতে পারে।
ব্রিটিশ ভবিষ্যৎবিদ এলি ফ্যারেল-কিংসলে সতর্ক করেছেন, ব্যক্তিগত ছবি বা চিন্তাভাবনা এআই প্ল্যাটফর্মে আপলোড করলে মেটাডেটা এবং অবস্থানের ডেটা সহ সংবেদনশীল তথ্য প্রকাশ পেতে পারে। এটি বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক। তারা গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিতে বেশি পড়তে পারে।
তিনি আরও সতর্ক করেছেন, যদি কোনও পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়, তবে ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত। কারণ ভবিষ্যৎ না ভেবে ব্যক্তিগত তথ্য দেয়া হলে তাদের মূল্য দিতে হতে পারে। ঘিবলি-স্টাইলের এআই শিল্পের ক্রমবর্ধমান প্রবণতা আমাদের মনে করিয়ে দেয় যে, সৃজনশীলতা এবং মজা অপরিহার্য হলেও ব্যবহারকারীদের নিজেদের গোপনীয়তা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অন্যতম গোষ্ঠী 'হিমাচল সাইবার ওয়ারিয়র্স' লিখেছে, "ঘিলবি স্টাইলের ছবি বানানোর আগে ভাবুন। সুন্দর ঘিবলি-ধাঁচের সেলফির দাম আপনার ধারণার চেয়েও বেশি হতে পারে। আপনার ছবির অপব্যবহার বা হেরফের হতে পারে। সম্মতি ছাড়াই এআই এতে প্রশিক্ষণ নিতে পারে। ডেটা ব্রোকাররা লক্ষ্যবস্তু বিজ্ঞাপনের জন্য এটি বিক্রি করতে পারে। সাইবার স্মার্ট থাকুন।"
ঘিবলি ট্রেন্ডে কীভাবে নিরাপদ থাকবেন?
প্রাইভেসি সেটিংস চেক করুন – নিশ্চিত করুন যে আপনার আপলোডকৃত ছবি শুধু আপনিই বা নির্দিষ্ট কিছু লোকই দেখতে পারবে।কম সংবেদনশীল ছবি আপলোড করুন – ব্যক্তিগত বা শনাক্তযোগ্য ছবি আপলোড না করাই ভালো। প্ল্যাটফর্মের শর্তাবলী পড়ুন – বুঝে নিন, আপনার ছবি কীভাবে ব্যবহার করা হতে পারে। এআই টুলে ছবি সংরক্ষণ না করতে দিন – যদি প্ল্যাটফর্ম ছবিগুলি ডিলিট করার বিকল্প দেয়, তবে তা অবশ্যই ব্যবহার করুন।
বিভাগ : আইসিটি এন্ড ক্যারিয়ার
মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে সেটাই আমাদের লক্ষ্য - খোকন তালুকদার

প্রথমবারে মিয়ানমার ফেরত নিচ্ছে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা, ক্যাম্পে রোহিঙ্গাদের উল্লাস

পড়ালেখা শেষে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির সেবক হিসাবে কাজ করতে হবে-সোলায়মান চৌধুরী

শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের নিজ দলেই বিভক্তি বাড়ছে

ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু শহীদ ও সম্পাদক ডিফেন্স

তিন ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক: বিশেষ দূত

প্রশাসনের সহযোগিতায় অটোরিক্সায় শৃঙ্খলা ফিরেছে

শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে : এ্যানি

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে জমজ দুই শিশু ধর্ষণ, পরিবারের পাশে তারেক রহমান

যথেষ্ট খাদ্যশস্য সরকারের কাছে মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাইয়ের স্বর্ণপদক অর্জন করলেন রাজবাড়ীর রুমি

জুলাইয়ের গণহত্যায় সরাসরি ভারতের মদত ছিল: এ্যানি

সমালোচনা সইতে না পেরে সমর্থকদের দিকে তেড়ে গেলেন পাক ক্রিকেটার

হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব

‘ময়লার ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না’

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদ জামায়াতের

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক জসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন ও সদস্য সচিব আমির

চা শিল্পে সংকট, শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থার নেয়ার ঘোষণা