টান দিলেই উঠে আসছে সড়কের কার্পেটিং
১৮ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৭ এএম
প্রায় কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলা হেডকোয়ার্টার থেকে কামালপুরহাট ভায়া ১নং বেড়াডাঙ্গা সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়কে কার্পেটিং করার পরদিনই হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়া হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে জেলা এলজিইডি প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে রাজবাড়ী সদর উপজেলা হেডকোয়ার্টার থেকে কামালপুরহাট ভায়া ১নং বেড়াডাঙা সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। ২ হাজার ৩৬০ মিটার দীর্ঘ এ সড়ক উন্নয়ন কাজে ব্যয় ধরা হয় ৯৭ লাখ ৫০ হাজার টাকা। কাজটি পান ঠিকাদারী প্রতিষ্ঠান সুফিয়া এন্টারপ্রাইজ। ২০২২ সালের ১০ এপ্রিল কাজ শুরু হয়। চলতি বছরের ২০ এপ্রিল কাজটি শেষ করার কথা। গত ১৪ মার্চ ১নং বেড়াডাঙ্গা এলাকায় সড়কের কিছু অংশ কার্পেটিং করা হয়। গত ১৫ মার্চ দুপুরে এলাকার লোকজন সড়কের বিভিন্ন স্থানে হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে আসে।
এ খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, প্রথম থেকেই ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। তারা সঠিকভাবে কাজ করার জন্য বললেও ঠিকাদার শোনেননি। এসময় তারা এ প্রতিবেদককে সড়কের বিভিন্ন স্থানে হাত দিয়ে টেনে কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য দেখান।
স্থানীয় যুবক ফাইজুর রহমান নিলয় বলেন, গত ১৪ মার্চ রাস্তা কার্পেটিং করা হয়েছে। একদিন পরই হাত দিলেই কার্পেটিং উঠে আসছে। এভাবে কোন রাস্তার কাজ হতে পারেনা। আমরা একটি সুন্দর ও টেকসই রাস্তা চাই।
পারভেজ নামে এক যুবক বলেন, এই রাস্তার কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়ে আসছে। রাস্তার কার্পেটিংয়ে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হচ্ছে। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা এলাকার লোকজন ঠিকাদারকে ভালোভাবে কাজ করতে বললে তিনি কোন কথাই শোনেন না।
আরিদ ম-ল নামে আরেক যুবক বলেন, কোন গাড়ি এসে ব্রেক করলে রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা চাই ভালোভাবে আমাদের রাস্তার কাজ করা হোক। যাতে রাস্তাটি দীর্ঘস্থায়ী হয়।
বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠান সুফিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুস সোবাহানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন রাজবাড়ীর বাইরে আছি। আপনার সঙ্গে পরে যোগাযোগ করবো। এ বলেই ফোনটি কেটে দেন তিনি।’
তবে রাস্তার তদারকির দায়িত্বে থাকা এলজিইডি রাজবাড়ী সদর উপজেলার সহকারী প্রকৌশলী (এসও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসী কি বলছে সেটা আমি জানিনা। আমার রাস্তার কাজ ভালো হচ্ছে এবং ভবিষ্যতেও ভালো হবে। গুণগত মান বজায় রেখেই কাজটি সম্পন্ন করা হচ্ছে।’
এলজিইডি রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘আমি কাজটি পরিদর্শন করে দেখেছি, সেখানে কোন অনিয়ম হচ্ছে না। তারপরেও এলাকাবাসীর কোন অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগীর গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার
যুদ্ধ কি সত্যিই কখনও থামে? মুক্তি কি আদতেই ঘটে জীবনের?
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল