ঝিটকা বাজারে চরম জনর্দুভোগ
১৮ জুন ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে জ্যাম যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রধান রাস্তা আটকে কাঁচা মালের আড়ৎ বসায় প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত জ্যামের কারণে জনর্দুভোগ চরমে পৌঁছেছে। এছাড়াও বাজারের প্রধান প্রধান গলিতে যত্রতত্র ফুটপাতে দোকান ও বড় বড় দোকানের মালিকগণ দোকানের সামনে গলি আটকে তেলের ড্রামসহ অন্যান্য মালামাল রাখায় যান চলাচলসহ মানুষজনের হাঁটা চলাচলেও কষ্টকর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল আটটা থেকে বাজারের ভেতরে সড়ক ও জনপথের রাস্তা দখল করে পিঁয়াজ ও কাঁচামরিচের বাজার বসে। এতে করে যানচলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনই জ্যামে ভোগান্তি পোহায় সাধারণ জনগণকে। যান চলাচলের রাস্তা দখল করে পিঁয়াজ মরিচসহ বিভিন্ন কাঁচামালের বাজার বসায় মালবাহী রিকশা, নছিমন, ইজিবাইকসহ বিভিন্ন ধরণের পন্যবাহী যানবাহনে রাস্তা আটকে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়। জরুরি ভিত্তিতে কোনো যানবাহন বাজারের সময় আসা যাওয়া করতে পারে না। অনেক সময় মূমুর্য রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও আটকা যায়। ফলে সাধারন মানুষেরও ভোগান্তির শেষ নেই। এছাড়াও বাজারের প্রধান গলিতে যত্রতত্রন পন্যবাহী গাড়ি পার্কিং মালামাল লোড আনলোড করা যেন নিত্য দিনের রুটিন। বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে ছিটিয়ে অপরিকল্পিতভাবে সবজির দোকান বসায় বাজারের প্রধান গলিতেও জ্যামের সৃষ্টি হয়। একাধিক সবজি ব্যবসায়ীরা দাবি করে বলেন, বাজারের বিভিন্ন প্রান্তরে ছাড়িয়ে ছিটিয়ে সবজির দোকান বসায় তাদের ব্যবসায়ও সমস্যা হচ্ছে। সবজি ব্যবসায়ী পবন বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি, সবজি ব্যবসায়ীদেরকে একটি নির্দিষ্টস্থানে জায়গা করে দিলে আমরা একজায়গা ব্যবসা করতে পারতাম। এতে আমাদের ব্যবসার সুবিধার পাশাপাশি ক্রেতাদেরও ভাল হবে এবং বাজারের জ্যামও অনেক কমে যাবে। কিন্তু কেউ এ ব্যাপারে উদ্যোগী হয় না।
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া জানান, ঝিটকা বাজার উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার। এখানে প্রায় ছয়টি ইউনিয়ন থেকে পিয়াজ মরিচ আমদানী হয়। আমাদের কাঁচা মালামাল বেচাকেনার স্থায়ী জায়গা না থাকায় রাস্তা আটকেই বেচাকেনা করতে হচ্ছে। এতে প্রতিদিন জ্যামের সৃষ্টি হয়। জনগণেরও অনেক ভোগান্তি হয়। বাজারের পাশেই আমরা ব্যবসায়ীরা মিলে একটি জায়গা কিনে কাঁচামালের আড়ৎ-এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেখানেও আমাদের অনুমতি মিলছে না। বাজার ব্যবস্থা কমিটিও বিষয়টি নিয়ে উদ্যোগ নিচ্ছেন না। এখন আমরা কি করতে পারি?
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সদস্য জিন্নত আলী বলেন, আমাদের আলাদাভাবে একটা কাঁচামালের আড়তের দরকার। কিন্তু বাজার ব্যবস্থা কমিটি কোনো উদ্যোগী হচ্ছে না। ফলে রাস্তা আটকে পিঁয়াজ কাচামরিচ নিয়ে কৃষক বসে যাচ্ছে। এতে করে প্রতিদিনই জ্যামের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জনগণও হয়রানির শিকার হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, অতিরিক্ত হ্যালো বাইকের কারণে জ্যামের সৃষ্টি হয়। আমরা হ্যালো বাইকগুলোকে একটা নীতিমালার ভেতরে এনে শৃঙ্খলার সাথে পরিচালনার উদ্যোগ গ্রহণ করছি। এছাড়াও বাজারে রাত দশটার আগে যেন কোনো মালামাল লোড-আনলোড করা না হয় সে জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যানজট নিরসনের ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের উদ্যোগ নিয়ে একটি নিয়মিত কমিটিরও ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। আশা করছি, দ্রুতই সমস্যা নিরসন হবে, ইনশাআল্লাহ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে জামির আলী মার্কেট দখলের পাঁয়তারা
দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট ,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আদালতে হাজির হননি
সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর
শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র্যাব
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা