গৌরীপুরে শত্রুতার জেরে খুন : বাড়ি-ঘরে অগ্নিসংযোগ
০২ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ৎময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়। নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বর্গাচাষি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন রাজিব (২২), এবাদুর (২৩) ও সাহেদ আলী (৩৫)। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সাহেব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন গতকাল শনিবার গভীর রাতে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে পাঁচ-ছয়টি বাড়িঘর পুড়ে গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খলতবাড়ী গ্রামের সাহেব আলী ও বাবুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাহেব আলী, রাজিব, এবাদুর ও সাহেদ আলী গুরুতর আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।
নিহত সাহেব আলীর ভাতিজা আলম বলেন, ‘জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে তাঁর চাচা সাহেব আলী ও বাবুলের মধ্যে বাগ্বিত-া হয়। পরে বাবুল, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, পারভেজ, হুমায়ুন কবির, শিমুল, শাকিলসহ অনেকে রামদা, কিরিচ, রড, দা, কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প