তীব্র শীতে বাড়ছে শীতজনিত রোগ
২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দেশে শীতের বেশির ভাগ সময়ে জেলাটি সর্বনিম্ন তাপমাত্রা বিরাজমান হয়। এরই মধ্যে হিমেল বাতাসের কারণে শীত যেন শরীরে আরও কামড় বসাচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারদিকে যেন জবুথবু অবস্থা। এতে বাড়ছে শীতজনিত রোগ সর্দি-কাশি, জ্বর ও পাতলা পায়খানা। আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্কদের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন কয়েক শতাধিক শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আসছে। কেউ আউটডোরে চিকিৎসা নিয়ে চলে যায়, আবার কেউ হাসপাতাল ইনডোরে চিকিৎসা নেয়। এতে চিকিৎসকদের যেন দম ফেলার ফুরসত নেই। সরেজমিনে ১০০ শয্যার এ হাসপাতালে ভর্তি রোগী রয়েছে ২১২ জন। এতে কেউ হাসপাতালের মেঝে ও সিঁড়িতে বিছানা করে থাকতে দেখা গেছে। জালাসি এলাকার অসুস্থ্য ছেলে মাহিন (৯ মাস) তার মা জানায়, কয়েকদিন ধরে বাসায় অসুস্থ্য। পাতলা পায়খানা করছে সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসক স্যালাইন দিয়েছে।
পূর্ব শিংপাড়া এলাকার সাতমাস বয়সের সায়মা সাদিয়া নামের মেয়েকে নিয়ে চারদিন ধরে হাসপাতালে তার মা। তিনি বলেন, চারটা স্যাল্যাইন দেয়া হয়েছে। আগের তুলনায় এখন অনেকটা ভাল আছে। এসময় তিনি বলেন, নার্সগুলো মেয়েকে ক্যানুলা করতে পারেনি, বাইরে থেকে করে আনতে হয়েছে। গড়িনাবাড়ি আগাবাড়ি এলাকার সুজন বলেন, তার ছেলে দুইদিন ধরে পায়খানা করছে। কোন মতে কমছেনা। সকালে হাসপালাতে চিকিৎসক দেখালে ভর্তি হতে বলেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এদিকে তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।
পঞ্চগড় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি শিশুরোগি ৭০ জনের ৬০ জনই ডায়রিয়ায় আক্রান্ত, বাকিগুলো সর্দি-কাশি। সর্দি-কাশি ও জ্বরের জন্য এ চিকিৎসকের পরামর্শ ছোট থেকে শিশুদের সময়মত টিকাদান, বয়স্ক ও শিশুদের শীতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া উচিত নয়। শিশুদের শীতের পোশাক পরিধান করাতে হবে।
ঠান্ডা খাবার খাওয়া যাবে না। পাতলা পায়খানার জন্য পরামর্শ দিয়েছেন খাবার ঢেকে রাখতে হবে, বাশি খাবার খাবে না। গ্রামাঞ্চলে অনেকে শীতের জন্য গোসল করে না। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। এসব কারণে এ রোগের সংক্রমণ বেশি হয়। সামান্য অবহেলার কারণে শিশুদের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করছেন তিনি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর