মোরেলগঞ্জে মাছের দামে ক্রেতার নাভিশ্বাস
১৬ জুলাই ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
পানগুছি নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যরে লীলাভূমি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। সুন্দরবনের অংশ বিশেষ রয়েছে এ উপজেলায়, সুন্দরবন অধ্যুষিত মোরেলগঞ্জে চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি হলেও বাজারে মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। ফলে বেশি দামেই ক্রেতারা মাছ কিনতে বাধ্য হচ্ছেন।
আবার বেশি দাম দিয়েও চাহিদানুযায়ী ভাল মাছ মিলছেনা। উৎপাদিত বেশির ভাগ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাওয়ায় স্থানীয় ভোক্তাদের বেশি দামে মাছ কিনতে হয়। সল্প আয়ের ক্রেতাদের মাছ কিনতে হিমসিম খেতে হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মোরেলগঞ্জ উপজেলায় সাড়ে তিন লাখ মানুষের জন্য বছরে মোট মাছের চাহিদা ৬ হাজার ৮শ’ মেট্রিক টন। প্রতিবছর উৎপাদন হচ্ছে ১০ হাজার ৬০০ মেট্রিক টন। বছরে প্রায় ৪ হাজার মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। মাছ চাষ ও উৎপাদনের জন্য উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার খাল, বিল, পুকুর, জলাশয়, মাছের খামার রয়েছে। উপজেলায় মোট মাছ চাষির সংখ্যা ১১ হাজার ২শ’ জন।
উপজেলার সবচেয়ে বড় বাজার মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বোয়াল ১০০০ থেকে ১২০০ টাকা, আইড় ১০০০ থেকে ১১০০ টাকা, ইলিশ বড় ১৮০০ থেকে ২০০০ টাকা, মাঝারি ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা, কোড়াল ১০০০ থেকে ১২০০ টাকা, গলদা বড় ১২০০ থেকে ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৯০০ টাকা, শিং ৬০০ থেকে ৮৫০ টাকা, চিতল সাড়ে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে চাষের কৈ মাছ ২২০ থেকে ৩৮০ টাকা, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ২৫০ থেকে ৪৪০ টাকা, পাঙ্গাশ ৯০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৭৫ টাকা, দেশি পুঁটি ২০০ থেকে ৪০০ টাকা, টাকি ৩০০ থেকে ৪০০ টাকা ও শৈল মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত পাঁচ বছরে উপজেলায় মাছের চাহিদা ও উৎপাদন সন্তোষজনক হারে বেড়েছে। কিন্তু মাছের দাম বেড়েই চলছে, স্থানীয় বাজারে মাছ কিনতে আসা কয়েকজন জানান, বাজারে কোল্ডস্টোরের মাছ কম দামে পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাজা মাছ কিনতে গেলে চোখ কপালে ওঠে যায়, এতো দাম আগে কখনো ছিল না, বাজার সিন্ডিকেটদের কাছে গ্রামীণ মৎস চাষিরা জিম্মি, গ্রাম থেকে বাজারে মাছ বিক্রি করতে আসলে তাদের আড়ৎদার সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয়, সরাসরি মৎসচাষিরা মাছ বিক্রি করলে হয়তো মাছের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকতো।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় রায় জানান, উপজেলায় এবার প্রায় কয়েক লাখ টাকার মাছ উৎপাদন হয়েছে। এখানে উৎপাদিত মাছ দেশের মৎস্য সেক্টরে বিশেষ ভুমিকা রাখছে। উপজেলায় মাথাপিছু মাছের চাহিদা ৩০ গ্রাম, উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। প্রকৃত মৎস্য চাষিদের মাঝে সহজ শর্তে ঋন ও আইডি কার্ড বিতরণ, পোনা অবমুক্তকরণ, জাল বিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হয়, মাছের দাম সহনীয় পর্যায়ে বাজার মনিটরিং করা হবে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক বলেন, বাজারে মাছের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো, সিন্ডিকেটের কারণে মাছের দাম বেড়ে গেলে সেইসব অসাধু মাছ ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইন ব্যাবস্হা গ্রহন করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতির কম্বল বিতরণ
পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন
রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : বাণিজ্য উপদেষ্টা
‘তারুণ্যের উৎসব’ জাতিকে ঐক্যবদ্ধ করার একটি ভালো উদ্যোগ
জাজিরা থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনের তাপে ঝলসে মারা গেল
মেয়ার্স ঝড়ে রংপুরকে বড় লক্ষ্য দিল বরিশাল
হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন
শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
‘বরবাদ’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব
কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক
ইমরানের খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা