ভালুকায় নির্মাণাধীন কারখানায় ভাঙচুর ও ফাঁকাগুলির অভিযোগ
২১ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন ন্যাশনাল পলিমার লিমিটেড কারখানায় গ্যাস সংযোগ রুম (আরএমএস) ভাঙচুর ও ফাঁকাগুলির অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের দাবি, তারা তাদের দখলীয় জমিতে টিনের বেড়া দিতে গেলে তাদের নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় অপর পক্ষ ফাঁকা গুলি করে আতংকের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় দুই পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামে অবস্থিত ন্যাশনাল পরিমার লিমিটেডের সাথে স্থানীয় আবদুর রহিমের কতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার ঘটনার দিন সকালে আবদুর রহিমের ছেলে সোহাগের (৩৫) নেতৃত্বে ৭০-৮০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার লিমিটেড কারখানায় প্রবেশ করে দুই কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেয়ায় তারা কারখানার আরএমএস বিল্ডিং ও ক্যনটিন ঘর ভাঙচুর চালিয়ে ক্ষতি সাধন করে। ওই সময় কারখানার শ্রমিকগণ ও স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা ফাঁকাগুলি ছুড়ে আতংক সৃষ্টি করে এবং খুন জখমের ভয় দেখিয়ে চলে যায়। ওই ঘটনায় কারখানার সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ বাদি হয়ে সোহাগ, নিপুন, আলমগীর হোসেন, ডালিম, মোর্শেদ, বাবু, দ্বীপ সরকার, দেলোয়ার হোসেন, নাঈম, উত্তম ও আমিনুলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর পক্ষের দাবি, হবিরবাড়ি মৌজার এক একর ২৫ শতাংশ জমি নিয়ে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে তারা তাদের দখলীয় জমিতে টিনের বেড়া দিতে গেলে কারখানার লোকজন বাঁধা দেয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিপক্ষরা তাদের ২টি মোটরসাইকেল ভাঙচুর ও ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে। একই সময় তারা প্রতিপক্ষের বাড়ির গেট বাউন্ডারি ভাঙচুর করে। ওই ঘটনায় মো. আবদুল্যাহ বিন মনির বাদি হয়ে মো. সালাউদ্দিন সরকার, শারফুল মিয়া, বাবু সরকার, সোহেল আকন্দ, সাহেব আলী, আবদুর রহমান ও আতাউর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় আবদুল কাদির নামের এক ব্যক্তি জানান, তিনি একাধিক গুলির শব্দ শোনেছেন। তবে, কারা গুলি করেছে তা তিনি বলতে পারবেন না। কারণ ওদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিলো।
মো. আবদুল্যাহ বিন মনিরুজানান, তারা তাদের দখলীয় জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে কোম্পানির পক্ষে স্থানীয় প্রভাবশালী সালাউদ্দিন সরকারের নির্দেশে তার লোকজন ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ভয়ে ঘটনাস্থল থেকে তারা চলে আসে।
মো. সালাউদ্দিন সরকার সংবাদমাধ্যমকে জানান, তার কোন বক্তব্য নেই, কারণ ঘটনাটি কোম্পানির সাথে সোহাগদের। এই ঘটনায় তাকে কেন জড়ানো হয়েছে, তা তিনি বলতে পারছেন না।
ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, জামিরদিয়া গ্রামে অবস্থিত ন্যাশনাল পরিমার লিমিটেডে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় কারখানার লোকজন ৩টি গুলির খোসা পুলিশের কাছে হস্তান্তর করে। দুই পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ