চেয়ারম্যান দুলাভাইয়ের প্রভাব খাটিয়ে টিসিবির পণ্য তুলছেন শ্যালক
২৫ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। প্রকৃত নামধারী সুবিধাভোগীদের কার্ড না দিয়ে ২ শত থেকে ১ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে টিসিবি কার্ড বিক্রি করেছে। এছাড়াও চেয়ারম্যানের আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করা হয়েছে অসংখ্য কার্ড। এই ইউনিয়নের ৩ হাজার ৮০ টি কার্ড রয়েছে। এর মধ্যে প্রায় অধিকাংশ নামধারী কার্ডের মালিক প্রাপ্ত টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছে।
গত সোমবার সকালে সরেজমিনে ভাঙ্গাবাড়ী ইউপি চত্বরে গেলে দেখা যায় টিসিবি পণ্য নিতে আসা বিভিন্ন এলাকার নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে। যাদের হাতে থাকা টিসিবি কার্ডের নামের সঙ্গে তাদের নাম ঠিকানার কোনো মিল নাই। এছাড়া টিসিবির কার্ডে নাম মিল না থাকা ব্যক্তিরা জানান আমাদের নতুন কার্ড দেওয়া কথা বলে পুরাতন কার্ড ফেরত নেয় কিন্তু নতুন কার্ড দেওয়ার কথা বলে চেয়ারম্যান টালবাহানা শুরু করে পরে টাকার বিনিময়ে কার্ড নিয়েছি তাও আবার কার্ডের সাথে নামের মিল নেয়। এ সময় লাইনে দাড়িয়ে অনেকে এক সাথে ৪ থেকে ৫টা কার্ডের টিসিবির পণ্য তুলছেন। অনেকে প্যাকেজের মধ্যে থাকা ৫ কেজি চাউল তুলে কালোবাজারীর কাছে বিক্রি করছে। ইউপির সামনে দেখা যায় পরিত্যক্ত অবস্থায় পরে আছে বস্তা, এর মধ্যে ৫ কেজি করে ১০ প্যাকেট চাউল।
এছাড়াও আরও দেখা যায়, ইউপি চেয়ারম্যানের শ্যালক সিহাবুল আলম বাবু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপেক্ষা করে ক্ষমতার দাপটে ২০ কার্ডের টিসিবির পণ্য তুলে নিয়ে ভ্যানযোগে নিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যানের শ্যালকের সাথে কথা বলে জানা যায়, আত্মীয়-স্বজনের কার্ডের পণ্য একসাথে তুলে নিলাম এই বলেই থেকে সটকে পড়েন।
বানিয়াগাতী গ্রামের তাহমিনা খাতুনসহ একাধিক কার্ডধারীরা জানান, তামাই পশ্চিম পাড়া গ্রামের আমিরুল ইসলাম ও আদাচাকী গ্রামের মাসুদ সিকদারের কাছ থেকে অর্থের বিনিময়ে টিসিবির কার্ড নিয়েছে। কিন্তু কার্ডের সাথে তাদের নামের মিল নেই।
পণ্য নিতে আসা লাইনে দাঁড়ানো গ্রামের বানিয়াগাঁতী গ্রামের আমিনা খাতুন জানান, আমার হাতে থাকা কার্ডটি আমার নয়। আন্না বেগম নামের এক ব্যক্তির নাম লেখা আছে কার্ডে।
ভাঙ্গাবাড়ী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার জহুরুল ইসলাম জানান, সকালের দিকে ৪-৫ টা করে একেক জন টিসিবি কার্ডে পণ্য তুলেছেন। আমি এসে এটা বন্ধ করে দিয়েছি। একজন সর্বোচ্চ দুইটা করে টিসিবি কার্ডের পণ্য তুলতে পারবে। কার্ডের সাথে নামের মিল নেই এমন প্রশ্ন তুললে তিনি সদুত্তর দিতে পারেননি।
ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সাথে মুঠোফোনে অনিয়মের কথা জানতে চাইলে, আমি ব্যস্ত আছি নিউজটি করবেন না, সামনাসামনি কথা বলল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, যদি এ ধরনের অনিয়ম থাকে তাহলে আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত