ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যাটাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বাগে পেয়েও তাই শিরোপা ছুঁয়ে দেখা হলো না বাংলাদেশের।
কুয়ালামপুরের বেউয়েমাস ওভালে রোববার সকালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।
ভারতকে ১১৭ রানে আটকে দেয় বাংলাদেশের মেয়েরা। কিন্তু লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৪ রান থেকে ৭৬ রানে গুটিয়ে যায় দলটি।
আসরে এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে।
প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৩৫। কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি আসেনি, ওঠেনি ওভারে ৬ রানও। এ সময় আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ ৪৮ বলে দরকার ছিল ৬৩ রান। হাতে ৬ উইকেট থাকায় লক্ষ্যটা তখনও অসম্ভবও ছিল না। কিন্তু এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে মেয়েরা। ১৮.৩ ওভারে ৭৬ রানে থেমে যায় ইনিংস।
ব্যাট হাতে দুই অঙ্কে যেতে পারেন কেবল কিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস (৩০ বলে ২২) ও ওপেনার ফাহমিদা ছোঁয়া (২৪ বলে ১৮)। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ২০ রানের জুটি গড়েন এই দুজন।
ভারতের পক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন শুক্লা। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেটও তার।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ভারতকে একশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর গোঙ্গারি তৃষা। ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে ত্রিশ ছুঁয়ে তিনি খেলেন ৫২ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ভারতীয় ওপেনারের হাতে ওঠে ফাইনালের সেরার পুরস্কার।
পঞ্চম ওভারে দুই উইকেট নেন ফারজানা ইয়াসমিন। তৃতীয় উইকেটে ম্যাচের সর্বোচ্চ ৪১ রানের জুটি গড়েন তৃষা ও নিকি প্রাসাদ। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম।
ফিফটি করা তৃষাকেও থামান ফারজানা। ৪৭ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ২ ছক্কা মারেন ভারতীয় ওপেনার। শেষ দিকে মিথিলা ভিনোদ, আয়ুশি শুক্লাদের ব্যাটে ১১৭ রানে পৌঁছায় ভারত।
বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৪ উইকেট নেন ফারজানা। নিশিতা ২ উইকেট নেন ২৩ রানের বিনিময়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, কামালিনি ৫, সানিকা ০, প্রাসাদ ১২, ঈশ্বরি ৫, ভিনোদ ১৭, শুক্লা ১০, জোশিথা ২*, শাবনাম ৪*; নিশিতা ৪-০-২৩-২, ফারজানা ৪-০-৩১-৪, আনিসা ৪-০-১২-০, হাবিবা ৪-০-২০-১, ফাহমিদা ৪-০-৩০-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ৭৬ (ফাহমিদা ১৮, ঈভা ০, সুমাইয়া ৮, জুয়াইরিয়া ২২, সুমাইয়া ৪, সাদিয়া ৫, মাওয়া ৩, হাবিবা ১, ফারজানা ৫*, নিশিতা ১, আনিসা ০; শাবনাম ২-০-৮-০, জোশিথা ২-০-১১-১, সিসোদিয়া ৩-০-১২-২, শুক্লা ৩.৩-০-১৭-৩, ভিনোদ ১-০-৫-০, ইয়াদাভ ৪-০-১৩-২, তৃষা ৩-০-১০-০)
ফল: ভারত ৪১ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: গোঙ্গারি তৃষা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা