রাজনগরে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী
২৮ জুলাই ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসেনি। ফলে চা বাগানের শিক্ষার্থীরা এখনো সরকারী সুযোগ সুবিধা পায় না। এতে একদিকে স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও চা বাগানের অধিকাংশ শিশু পড়া লেখা থেকে বঞ্চিত হচ্ছে, মানসম্মত শিক্ষার অভাবে স্কুলের গ-ি পেরনোর আগেই ঝড়ে পড়ছে অধিকাংশ শিশু। এদিকে গত বছরে চা শ্রমিকদের আন্দোলনের সময়ে প্রত্যেক চা বাগানে একটি স্কুল সরকারী করণের ঘোষণার প্রায় এক বছর হয়ে গেলেও জাতীয়করণের কোন উদ্যোগ দৃশ্যমান হয়নি।
বিভিন্ন চা বাগান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার ফাড়ি বাগানসহ ১৫টি চা বাগানের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও আরো ঝড়ে পড়া ৪ হাজার শিক্ষার্থী রয়েছে। এতে ৪৯ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন। এছাড়াও বাগানের আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ে আরো শতাধীক শিক্ষার্থী লেখাপড়া করছে। ২০১৩ সালে শর্তাবালী সহজ করে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের আওতায় আনা হয়। ওই সময়ে রাজনগরের চা বাগানগুলোর মধ্যে একমাত্র মাথিউড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় এসেছিল। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ যথা সময়ে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ, বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ের জমির ওপর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপনে অনাপত্ত্বিপত্র না দেয়ায় জাতীয় করণ থেকে বঞ্চিত হয় বিদ্যালয়গুলো। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসের গাফিলতির সুযোগ নেয় বাগান কর্তৃপক্ষ।
এরপর দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও চা বাগানগুলোর প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোন উদ্যোগ নেয়া হয়নি। এসব বিদ্যালয় সরকারী করণ না হওয়ায় চা বাগানগুলোর শিশু শিক্ষার্থীরা যেমন সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছে তেমনি ঝড়ে পড়ার সংখ্যাও বাড়ছে।
এদিকে গত বছরের আগস্ট মাসে চা শ্রমিকদের আন্দোলনের সময় প্রত্যেকটি চা বাগানে একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেয়া হয়েছিল। এই সময় চা বাগানের সাধারণ শ্রমিকরা আশায় বুক বেধে ছিলেন। কিন্তু ওই ঘোষণার পর প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু সরকারী করণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে চা বাগানের শিক্ষকরা ‘বিদ্যালয়হীন গ্রামে ১০০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ চা বাগানের বিদ্যালয়গুলোকে সরকারী করতে অনীহা দেখাচ্ছেন। এ প্রকল্পের আওতায় সরকারী করণ করা হলে শিক্ষকরা এর আওতায় আসবেন না। এতে তারা বঞ্ছিত হবে বলে মনে করছেন।
রাজনগর চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালিক বলেন, রাজনগরের সকল চা বাগনের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষৎ করেছি। লিখিত ভাবেও বিষয়টি বলেছি। আমারা চা বাগানের বিদ্যালয়গুলোকে জাতীয় করণের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য যে, সারা দেশের চা বাগানে ১৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দেশ স্বাধীনের পরে বিভিন্ন সরকারের আমলে ৯৭টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। মৌলভীবাজার জেলার চা বাগানগুলোতে ১০৬টি বিদ্যালয়ের মধ্যে ৩৪টি জাতীয়করণ হয়েছে।
রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন, চা বাগানের বিদ্যালয়গুলো বেসরকারী বিদ্যালয় হিসেবেই পরিগনিত। তারা বিনা মূল্যে বই পাচ্ছে। তবে সরকারী উপবৃত্তি বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষকরা ‘বিদ্যালয়হীন গ্রামে ১০০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ আওতায় আসতে চাচ্ছেন না। সরকার ঘোষণা দিলে জাতীয়করণ করতে পারে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ