ডোমারে সড়ক সংস্কার কাজ বন্ধ
১১ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
নীলফামারীর ডোমারে এক বছর ধরে সড়কের সংস্কারকাজ বন্ধ। বেড়েছে ভোগান্তি। সড়কের সংস্কারকাজ শেষ না হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।
সরেজমিনে দেখা যায়, নীলফামারীর ডোমার-বসুনিয়ারহাট সড়কের আরডিআরএস মোড়ে সড়কের সংস্কারকাজ বন্ধ। ডোমার-বসুনিয়ারহাট সড়কের সংস্কারকাজ শুরু হয় দুই বছর আগে। প্রায় এক বছর ওই সাত কিলোমিটার সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। ফলে বেহাল সড়কে চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বসুনিয়ারহাট ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। প্রতিদিনই ওই পথে ভারী যানবাহন চলাচল করে। কিন্তু বেহাল সড়কের কারণে পরিবহন খরচ বেশি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দুই বছর আগে সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আশায় ছিলেন ভোগান্তি দূর হবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। সংস্কারকাজের অংশ হিসেবে ভালো সড়কও ভেঙে বিছানো হয়েছে ইটের খোয়া ও বালু। আবার কোথাও সৃষ্টি হয়েছে গর্তের। এখন যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। প্রায়ই ওই সড়কে ঘটছে দুর্ঘটনা। কথা হয় ওই সড়কের জাল্লির মোড় এলাকার বাসিন্দা এনামুল হকের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘দুই বছর থাকি রাস্তাটা এমন হইছে। তিন বছর আগত টেন্ডার নিছে, তারপর ভালো রাস্তাটা ভাঙি খোয়া বিছাইছে, বালা দিছে। আর ভাঙা রাস্তাটা ফেলে থুইছে। হামরা জনগণ মইরলে তার পর রাস্তা ভালো হইবে।’ একই ভোগান্তির কথা জানালেন ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি গ্রামের বাসিন্দা দুলাল ইসলাম। তিনি বলেন, সড়কটির কাজ শুরুর আগে কিছু অংশ ভাঙা থাকলেও বেশির ভাগ অংশ চলাচল করার মতো ছিল। ঠিকাদার কাজ শুরু করলেন ভালো রাস্তায়। ভালো রাস্তা ভেঙে খোয়া ও বালু বিছানো হলো। আর ভাঙা অংশ পড়ে থাকল। এখন খোয়া বিছানোর কারণে ভালো রাস্তাটাও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন ঠিকাদারের লোকজনকেও খুঁজে পাওয়া যায় না। রাস্তাটা আদৌ ঠিক হবে কি না জানি না।
উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের বাসিন্দা আনছারুল ইসলাম (৪৫) বলেন, ‘বসুনিয়া একটি প্রসিদ্ধহাট। এখানে রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এই এলাকার ছেলেমেয়েরা ডোমারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। প্রতিদিন এ পথে ১০ সহস্রাধিক মানুষ চলাচল করে। সড়কটির কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। ভাঙা সড়কে ধুলাবালু হতো। এখন বৃষ্টির সময় কাদাপানিতে সয়লাব। জাল্লির মোড় থেকে ডোমার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের প্রায় সম্পূর্ণ সড়কটি গর্তে ভরা।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
ডোমার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ৬ দশমিক ৭০ কিলোমিটার ওই সড়ক সংস্কারে ২০২১ সালে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ অ্যান্ড ইউনিক কনস্ট্রাকশন জেভি। ২০ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে কাজটি করতে তারা চুক্তিবদ্ধ হন। ২০২১ সালের ১৪ জুলাই কার্যাদেশ দেয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০২২ সালের অক্টোবর থেকে কাজ বন্ধ রাখে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন, এখন পর্যন্ত ওই সড়কে কাজের অগ্রগতি ৩০ শতাংশ। কাজের অগ্রগতির তুলনায় বিল কম দেয়া হয়েছে। মূলত বিটুমিনের দাম বাড়ার কারণে ঠিকাদার এত দিন কাজটি বন্ধ রেখেছিলেন। এখন বিটুমিনের দাম কমায় তারা চলতি মাসে কাজ শুরু করবেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত