দুইশ’ বিঘা জমিতে পানিবদ্ধতা
১৮ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ভূরুঙ্গামারীতে জয়মনিরহাট ইউনিয়নের ভ্যারভ্যারি বিল ও বাউসমারী বিলের মাঝখানে বাঁধ দিয়ে পুকুর তৈরি করায় প্রায় শতাধিক ব্যক্তির দুইশ’ বিঘা জমিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। মৌসুমের শেষ পর্যায়েও ধানের চারা লাগাতে না পারায় এ সকল জমি মালিকগণ বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। ‘এখনো এক গোছা ধান লাগাতে পারি নাই। ধান না লাগালে পেটে পাথরবান্দি থাকা লাগবে বিধবা মালেকা বেগম (৫৫) এভাবে আকুতি জানিয়ে ঘটনার সমাধানের জন্য অনুরোধ জানালেন’। কিন্তু সমাধান মিলছেনা।
জানা যায়, জয়মনিরহাট ইউনিয়নে অবস্থিত ভ্যারভ্যারি বিলের পানি পাশর্^বর্তী বাউশমারী বিল দিয়ে বকনী নদীতে পড়ে। সম্প্রতি ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও তার ছোট ভাই শাহাদত হোসেন মাস্টার বিল ও বাউসমারী বিলের মাঝখানে বাঁধ তৈরি করে মাছ চাষ শুরু করে। এর ফলে ভ্যারভ্যারি বিলের পানি প্রবাহের রাস্তা বন্ধ হওয়ায় বাঁধের উজানে প্রায় ২শ’ বিঘা জমি তলিয়ে পানিবদ্ধতার সৃষ্টি হয়। ঐ জমি মালিকগণ রোপা চারা লাগাতে নাপারায় বিপাকে পরেছেন। ভূমি মালিক জাহাঙ্গীর হোসেন, রইচ উদ্দিন, আব্দুল মজিদ, শরিফুল আলম ও যোবায়ের হোসেন জানান, জমিগুলো তলিয়ে থাকায় এখন পর্যন্ত রোপা চারা লাগাতে পারি নাই। ধানের আবাদ নাহলে না খেয়ে মরতে হবে। বাঁধ দেয়ায় আমাদের জমি পানির নিচে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে ৪৪ জন ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানায় দিলেও এখন পর্যন্ত বিষয়টির সমাধান না হওয়ায় আমরা ধান চারা লাগানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।
এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ধান ও মাছ চাষের জন্য বাঁধ দিয়েছি। তারপরও ইউপি চেয়ারম্যানের পরামর্শে পানি নিস্কাশনের জন্য পুকুরের পারের নিচ দিয়ে পাইপ বসাতে সম্মত হয়েছি। কিন্তু পরে তারা যোগাযোগ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, অভিযোগ পাবার পর এটি সামাধানের জন্য উপজেলা কৃষি অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি যতদুর জানি বিষয়টির সমাধান হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মো. আপেল মাহমুদ জানান, এব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ আমরা উভয় পক্ষকে ডেকে মিমাংসার চেষ্টা করেছি কিন্তু সমাধান করা সম্ভব হয়নি। এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযোগ পাবার পর আমরা জিডি করে ঘটনাস্থলে তিন দফা পুলিশ পাঠিয়ে মিমাংসার চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা চালাচ্ছি। জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ জানান, বাঁধ নির্মাণের সময় আমি সরেজমিনে গিয়েছিলাম। তখন তারা পাইপ বসানোর জয়গা রেখে বাঁধ নির্মার্ণের কথা দিয়েছিলো। কিন্তু পরবর্তীতে কথা রাখছেনা। তিনি জানান, এই বাঁধের ফলে শতশত বিঘা জমি পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক