সাপের ছোবলে তিনজনের মৃত্যু
১৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বর্ষা মৌসুমে ফরিদপুরের বিভিন্ন স্থানে বেড়েছে সাপের উপদ্রব। বিশেষ করে বিষধর রাসেল ভাইপারেরও দেখা মিলছে। গত ২দিনে বিষাক্ত সাপের ছোবলে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সাংবাদিকদের একটি টিম সরেজমিনে বিভিন্ন হাসপাতালে খবর নিলে এর সত্যতা পাওয়া যায়। তিন উপজেলায় যে তিনজন মারা গেছেন তারা হলো, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের নুরজাহান বেগম (৫৫), আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের নেপুর মোল্লার ছেলে ওয়াজ কুরুনী (২১) ও বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাবখ- গ্রামে বর্ষণ মহন্ত (১১)। নিহতের স্বজনরা জানান, সাপে কাটার পর তাদের তিনজনকেই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু অ্যান্টিভেনম না থাকায় তা রোগীদের দেয়া যায়নি। গত জুন মাস থেকে জেলার কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রেই অ্যান্টিভেনমের সরবরাহ নেই। বিষাক্ত রাসেল ভাইপারসহ গোখরা সাপের ছোবলে আক্রান্ত রোগী এলেও অনেকটা বিনা চিকিৎসাতেই তাদের প্রাণহানি ঘটছে। জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে আলফাডাঙ্গায় পাট কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আহত হন কলেজছাত্র মো. ওয়াজ কুরুনী। স্থানীয় ইউপি সদস্য মো. বাবার আলী জানান, সাপের ছোবলে আহত হওয়ার পর প্রথমেই ওয়াজ কুরুনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থানায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও অ্যান্টিভেনম না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাবখ- গ্রামে বাড়িতে থাকা মাটির গর্তে পা গেলে বিষধর সাপ বর্ষণ মহন্তকে দংশন দেয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। অ্যান্টিভেনম না থাকায় পরে সে মারা যায়। একইদিন সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের নুরজাহান বেগম বাড়ির পাশ থেকে খড় আনতে গিয়ে সাপে ছোবলে আহত হন। নুরজাহান বেগমের ভাই চুন্নু মোল্লা জানান, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বলেন, তাদের কাছে কোনো ওষুধ নেই। পরে তিনি মারা যান। এ ছাড়াও গত এক সপ্তাহে আরো তিনজনকে ভিন্ন প্রজাতির সাপে দংশন করছে বলে ফরিদপুর ডিক্রিচর ও নর্থচানেলের পদ্মাচড়ের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. হেলাল মেম্বর নিশ্চিত করছেন। তবে ঐ সকল সাপ কাটা রোগীদের স্থানীয় ওজারাই বিষ নামানোয়ে তারা প্রানে বেঁচে যায়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক