এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে স্পিডবোট কারখানা
১৮ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে স্প্রিড বোটসহ ফাইবার গ্যাসের যাবতীয় মেটারিয়াল তৈরির কারখানা। সড়কের সার্ভিস লেনের ব্যাকের ওপরে লাইন ধরে রাখা হয়েছে স্প্রিড বোডসহ করাখানার যাবতীয় মালামাল। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে সড়কের পাশে ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে সার্ভিস লেনের পানি নিস্কাশণের ড্রেনগুলো সম্পূণরূপে বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রায় ৩শ’ ফুট সার্ভিস লেন সড়কে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর ও দোগাছির মাঝামাঝি রেল স্টেশনের বিপরীত দিকে অথাৎ সড়কের পশ্চিম পাশের সার্ভিস লেনের জায়গায় গড়ে উঠেছে ‘রূপা মটর ওয়ার্কসপ এন্ড ফাইবার গ্যাস’ নামক ছাড়পত্রবিহীন কারখানাটি। কারখানাটির মালিক মো. খলিল বেপারী। সে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার উত্তর মেদেনী মন্ডলের আলাউদ্দিনের ছেলে। অভিযোগ উঠেছে আজাহার উকিল নামে এক ব্যক্তি এক্সপ্রেসওয়ের ওই জায়গা ভরাট করে কারখানার মালিকের কাছে ভাড়া দিয়েছে মাসিক ভাড়া আদায় করছেন। সরেজমিনে দেখা যায়, দোগাছিতে মহাসড়কের সার্ভিস লেন সংলগ্ন টিনের শেড কারখানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে। বিভিন্ন ক্যামিকেলের সংমিশ্রনে ফাইবার তৈরি করছেন শ্রমিকরা। এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন সমান করে সড়ক ব্যাকের ওপর রাখা হয়েছে স্প্রিড বোডসহ অন্যান্য জিনিসপত্র। লক্ষ্য করা যায়, যত্রতত্রভাবে কারখানাটি স্থাপনের কারণে বৃষ্টির পানি সড়কে জমে যাচ্ছে। মাটি ভরাট করায় সড়কের ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টির পানিতে সার্ভিস লেনের এখানে পানিবদ্ধতা হচ্ছে। কারখানাটির পূর্ব পাশে জায়গা রাখা হয়েছে বিশাল বালুর স্তুুপ। জানা গেছে, সড়কের জায়গাসহ জমি ভরাট করে আবু বক্কর নামে এক ড্রেজার ব্যবসায়ী এখানে বালু কেনাবেচা করছেন। মো. শফিক নামে একজন বলেন, তিনিসহ ৬ জন স্প্রিড বোট কারখানায় কাজ করেন। কারখানার বিষয়ে কিছু জানতে হলে ম্যানেজারের সাথে কথা বলুন। ম্যানেজার মো. তপু শেখ বলেন, প্রায় দেড় মাস ধরে এখানে কারখানাটি আনা হয়েছে। এর আগে মাওয়া এলাকায় ছিল। এক্সপ্রেসওয়ের জায়গায় এভাবে কারখানা দেয়ার কোন অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মালিক বলতে পারবে। কারখানার মালিক মো. খলিল বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজাহার উকিলের কাছ থেকে মাসিক ১৫ হাজার টাকায় জায়গাটি ভাড়া নিয়েছেন। তবে জানতে পেরেছি সড়কের পশ্চিম দিকে বিদ্যুৎ খুঁটির পর থেকে মালিনা জমি রয়েছে। সড়কে বৃষ্টির পানি জমার কারণ সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, ড্রেনের মুখ বন্ধ আছে তাই পানি যেতে পারছেনা।
এ ব্যাপারে সওজ’র প্রকৌশলী (শ্রীনগর জোন) দেবাশীষ বিহারী দাস জানান, এক্সপ্রেসওয়ে আমাদের আওতায় নেই। তবে আমি এখনই বিষয়টি সংশ্লিষ্টজনদের জানাচ্ছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক