পুনর্নির্মাণের উদ্যোগ নেই বছরেও
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
বড়াল নদীর ওপর নির্মিত ব্রিজটি প্রায় এক বছর আগে ভেঙে গেছে। কিন্তু দীর্ঘদিনেও ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নাটোরের বড়াইগ্রামের আগ্রানে শুটকারঘাটে এ ভাঙা ব্রিজের কারণে উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র মৌখাড়াহাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ কয়েকটি গ্রামের মানুষরা প্রতিনিয়ত চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়রা জানান, ২০০২-২০০৩ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এ ব্রিজটি নির্মাণ করা হয়। বছর খানেক আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বড়াল নদী খনন করা হয়। গত বছর বর্ষায় নদীতে পানির স্রোতে ব্রিজের পিলারের নিচ থেকে অবশিষ্ট মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। এতে এলাকার কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ব্রিজের পাশে বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপারের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে সেটিও নড়বড়ে হয়ে পড়ায় বাইসাইকেল ও পায়ে হেঁটে চলা ছাড়া অন্য কোন যানবাহন চলতে পারে না। এতে আগ্রানসহ কয়েকটি গ্রামের মানুষেরা উপজেলা বৃহৎ ব্যবসা কেন্দ্র মৌখাড়াহাটে কৃষিপণ্যসহ ব্যবসার মালামাল নিতে চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া জরুরি রোগীসহ শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
মৌখাড়াহাটের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বড়াল নদীর দক্ষিণে আগ্রান ও উত্তরে মৌখাড়া গ্রাম। এ এলাকার মানুষ মূলত মৌখাড়াহাটে ব্যবসা করে এবং কৃষকেরা তাদের কৃষিপণ্য এ হাটেই বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এক বছর ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় এসব লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।
আগ্রান গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ব্রিজের পাশেই আমাদের বাড়ি, আর নদী পার হলেই হাট। আমরা প্রতি হাটেই ধান, পাট ও রসুনসহ অন্যান্য পণ্য বিক্রি করে সংসার খরচ চালাই। কিন্তু ব্রিজটি ভেঙে পড়ায় আমাদেরকে মালামাল নিয়ে প্রায় ৩ কিলোমিটার ঘুরে হাটে যেতে হয়। মৌখাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী সোহরাব হোগেণ জানান, আগে ব্রিজ দিয়ে নির্ভয়ে নদী পার হয়ে মাদরাসায় যেতাম। এখন বাঁশের সাঁকো দিয়ে পারাপারে খুব ভয় লাগে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকি। মৌখাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন বলেন, এ ব্রিজ পার হয়ে নদীর ওপারের শিক্ষার্থীরা এপারের একটি কলেজ, দুটি হাইস্কুল, দু’টি দাখিল মাদরাসা ও একাধিক হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। কিন্তু নড়বড়ে বাঁশের সাঁকোয় তাদেরকে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য এমপি মহোদয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এলাকাবাসীর ভোগান্তি লাঘবে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করে দেয়ার দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রাজ্জাক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানে কিভাবে আরেকটি ব্র্র্র্র্র্র্রিজ নির্মাণ করা যায় সে উদ্যোগে নেবো।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর