ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে। তিনি আরো বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতারঘোষণা দিয়েছিলেন।
জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক মানে না, তারা স্বাধীনতা মানে কি না আমার সন্দেহ রয়েছে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি রণাঙ্গণে থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মহান স্বাধীনতার ৫৪তম বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রত নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে এডভোকেট ফজলুর রহমান বলেন, নির্বাচন দেন। যদি আপনারা নির্বাচন করতে চান, দল করেন, আপনাদের অভিনন্দন জানাবো। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবো না। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নিবে। ইটনা সরকারি কলেজ মাঠে বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে বিজয় উৎসব উদ্বোধন করা হয় যা চলবে মধ্যরাত পর্যন্ত উৎসব শুরুর আগেই হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও জনতার ঢলে কানায় কানায় ভরে যায় উৎসবস্থল।
আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অবৈধ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর হাওরবাসীর এ উদযাপন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।তাদের সরব পদচারণা ও মুহূর্মুহু ¯স্বেগানে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল। প্রধান অতিথ এডভোকেট ফজলুর রহমান হাওরের তিন উপজেলার ৭২ জন মুক্তিযোদ্ধাকে মেডেল পরিয়ে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে উৎসবের উদ্বোধন করেন। ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপিরসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা ও এডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া এবং আমিনুল ইসলাম আশফাক
।
ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ধসঢ়;বায়ক আবু নাসের সুমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাফিজুল্লাহ হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফাহচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ।
রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। তাই এ জন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয় উৎসবে হাওরের তিন উপজেলাসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে সন্ধ্যায় শুরু হওয়া উৎসবের সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী সালমা, আশিক ও শাহনাজ বাবুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের পরিবেশনা উপভোগ করবেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর