গাড়িচাপায় কলেজছাত্রী হত্যার বিচার দাবি
২৩ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম
নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও উপজেলার রায়কোট গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ফারজানা আক্তার পিংকি হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বাগমরা-বাঙ্গড্ডা-হাসানপুর সড়কের কলেজ ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যাক্ষ খন্দকার মুশফিকুল হক, নিহতের বাবা আব্দুল কাদের, শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, গত ১৮ অক্টোবর উপজেলার বাঙ্গড্ডা কলেজের মেধাবী শিক্ষার্থী ফারজানা আক্তার পিংকিদের একটি গরু তাদের বাড়ির সামনে থেকে প্রাইভেট কারে করে চোরেরদল চুরি করে নিয়ে যাওয়ার সময় তার মা বাধা দেয়। এ সময় চোরেরদল তার মাকে মারধর করে। মায়ের চিৎকার শুনে পিংকি গিয়ে প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। এ সময় গরু চোরেরদল দ্রুতগতির প্রাইভেট কার দিয়ে পিংকিকে চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুর ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এ পর্যন্ত পিংকী হত্যাকারী গরু চোরদের সনাক্ত করতে পারেনি। আসামি ৪৮ ঘণ্টার মধ্যে পিংকী হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইংরেজি প্রভাষক মো. সিদ্দিকুর রহমান, নাজমুল হাসান, রোমান, আহসান উল্লাহ মজুমদার, হাতেম আলী, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক শিরিন সুলতানাসহ শতশত শিক্ষার্থী।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, নিহত পিংকীর পিতা আবদুল কাদের অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আমরা আসামি এবং গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কারটি সনাক্তের চেষ্ট করছি। তবে গরু উদ্ধার সম্ভব হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ