মাগুরায় বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বেসরকারি কলেজের অনার্স-মাস্টারর্স শিক্ষকদের এমপিওভুক্তি ও সম্প্রতি ঢাকায় শিক্ষকদের সুষ্ট কর্মসূচি চলাকালীন তাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডাশেন মাগুরা জেলা শাখা। এর আগে সকালে শহরের চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের মাগুরা জেলা সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আবু সাইদ, মাগুরা আদর্শ কলেজের উপধ্যক্ষ গোলাম কিবরিয়া, তাসমিয়া তাবাচ্ছুম, সম্পা নূর ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে বেসরকারি কলেজের অনার্স-মাস্টারর্স শিক্ষকদের এমপিওভুক্তিসহ সরকারি সুযোগ-সুবিধার দাবি করা হয়। এছাড়াও গত ১৭ অক্টবর ঢাকা শিক্ষা ভবনের সামনে অবস্থানরত শিক্ষদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেট নিক্ষেপ ও বেপরোয়া লাঠিপেটার তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিভাগ : অভ্যন্তরীণ