গড়াই নদীতে কমছে পানি বাড়ছে ভাঙন
০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
‘গড়াই নদীর দু’দিকেই বাঁধ আছে। তয় মধ্যি নেই। এহন নদীর পানি কমছে আর ভাঙছে। পেত্যেক বার ভাঙে, লোক আসে। তবে বাঁধ হয় না। ভাঙন নিয়ে সগলেই আতঙ্কে আছি।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের ফজলু মিস্ত্রি’র স্ত্রী রাবেয়া খাতুন। তিনি দ্রুত গড়াই নদীপাড়ে পাকা বাঁধ নির্মাণের দাবি জানান।
গড়াই নদীর কুল ঘঁষে কুমারখালী পৌরসভা ও উপজেলা শহর অবস্থিত। ১৮৬৯ সালে গঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৬০ মানুষের বসবাস। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার হিম্মতমোড় থেকে গড়াই ইকোপার্ক পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকায় নেই বাঁধ। তার মধ্যে প্রায় ১৫০-২০০ মিটার অংশে ভাঙন শুরু হয়েছে। গেল দুই-তিন ধরে ভাঙলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়েছেন গড়াই ইকোপার্ক, পার্কের মসজিদসহ অন্তত ৬০ থেকে ৭৫টি ঘরবাড়ি ও পরিবার।
বাসিন্দাদের অভিযোগ, ২০০৩ সালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া ও ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকায় কয়েক কিলোমিটার বক্ল দিয়ে শহর রক্ষায় পাকা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে পাউবো কর্মকর্তাদের উদাসীনতায় প্রায় ২১ বছরেও কুন্ডুপাড়ার হিম্মতমোড় থেকে গড়াই ইকোপার্ক পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকায় কাঁচা বা পাকা কোনো বাঁধ নির্মাণ হয়নি। এতে প্রতিবছরই ভাঙতে ভাঙতে নদী বাঁকা হয়ে ঢুকে পড়ছে বসতি এলাকায়।
সরেজমিনে দেখা যায়, নদীতে পানি কমতে শুরু করেছে এবং গড়াই ইকোপার্কের মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরের কয়েকটি স্থানে প্রায় ১৫০-২০০ মিটার এলাকায় ভাঙন লেগেছে।
এ সময় স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, প্রায় ২১ বছর ধরে ভাঙছেই। ভাঙন লাগলে প্রশাসনের লোকজন আসে। বাঁধ নির্মাণের কথা বলে চলে যায়। তবুও বাঁধ হয়নি। এবারো ভাঙন শুরু হয়েছে। তিনি দ্রুত পাকা বাঁধ নির্মাণের দাবি জানান।
কুন্ডুপাড়ার আমিরুলের স্ত্রী ফিরোজা খাতুন বলেন, পানি কমলেও ভাঙে, বাড়লেও ভাঙে। আবার ফের ভাঙন লেগেছে নদীপাড়ে। কবে যে ঘড়বাড়ি ভেঙে যাবে। এই ভেবে সবাই খুব আতঙ্কিত।
২০০৩ সালে কেন মাঝখানে ফাঁকা রেখে দু’পাশে বাঁধ নির্মাণ করা হয়েছিল তা জানেন না কুষ্টিয়া পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক।
তিনি বলেন, কুন্ডুপাড়া এলাকায় ১৫০-২০০ মিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। গড়াই নদী প্রকল্প দু’পাশ হলে সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
গড়াই নদীপাড় ভাঙনের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ