মনোহরগঞ্জে বন্যায় ১৭৫ কোটি টাকার ক্ষতি
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেয়া তথ্য মতে, এবারের বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকার বেশি। এর মধ্যে বন্যায় ভেসে গেছে প্রায় ৮০ কোটি টাকার মাছ। এ বারের বন্যায় এ উপজেলায় সবচেয়ে বিপর্যস্ত হয়েছে মৎসখাত। এ খাতে চাষিরা অপুরনীয় ক্ষতির সম্মুখিন হয়েছেন। পুঁজি হারিয়ে সর্বশান্ত কয়েক হাজার চাষি। উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষিরা এমন অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ এসব চাষিরা ছুটছেন উপজেলা মৎস অধিদপ্তরে। ঋনের বোঝা মাথায় নিয়ে দিশেহারা চাষিরা দুশ্চিন্তায় সময় পার করছেন।
এদিকে মনোহরগঞ্জ উপজেলার অনেক এলাকা বানের পানিতে তলিয়ে ছিলো। সেসব স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত-বিক্ষত রাস্তাঘাট।
এবারের ভয়াবহ এ বন্যায় উপজেলার ১১টি ইউনিয়নেই বানের স্রোতে কৃষি খাত, মাছের ঘের, পুকুর ও দিঘি, প্রাণিসম্পদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, মানুষের ঘরবাড়িসহ অবকাঠামোগত খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান, এবারের বন্যায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মধ্যে ১১টি ইউনিয়ন ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি দপ্তর থেকে নেওয়া তথ্যে উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা। এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে সব কিছু এবং সব খাত হিসাব করে।
ফাহরিয়া ইসলাম বলেন, ভয়াবহ এ বন্যায় উপজেলার ১১টি ইউনিয়নে ১ হাজার ৬৭৪টি বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ আগস্ট থেকে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মনোহরগঞ্জ উপজেলা বন্যায় প্লাবিত হতে থাকে। এর সঙ্গে সঙ্গে বন্যার ভয়াবহতা বাড়তে থাকে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ পুকুর/দিঘীর সংখ্যা প্রায় ৩ হাজার ৯৪০টি। যার আয়তন প্রায় ৯৫০ হেক্টর। বানের পানিতে ভেসে গেছে ৪ হাজার মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ। চাষাবাদের জন্য মজুদ রাখা প্রায় ৭০ লাখ পোনা মাছও ভেসে গেছে পানিতে। পুরো উপজেলায় ক্ষতির পরিমান প্রায় ৮০ কোটি টাকা। তাছাড়া পুকুর/দিঘীর পাড় ভেঙেও অপূরনীয় ক্ষতির সম্মুখিন হযেছে চাষিরা। পুকর, খামার থেকে বের হওয়া এসব মাছ পথে, ঘাটে, রাস্তায় পাওয়া গেছে। খাল বিল নদীতে পানি আর মাছে হয়েছে একাকার।
উপজেলার সিকচাইলের হাসান, হাতিয়ামুড়ীর সাফায়েত, ঠেংগারবামের বেলাল ও পেড়াতলীর মামুনসহ বিভিন্ন এলাকার অন্ততঃ দশজন মৎস চাষির সাথে কথা হলে তারা জানান, তাদের সব খামার এ বন্যার পানিতে ডুবে গেছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়- বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ২৮০.৪২ কিলোমিটার পাকা সড়ক, ২৮.৬৩ কিলোমিটার ইটের সড়ক, ৪৩২.২৭ কিলোমিটার কাঁচাসড়ক, ৮৪টি ব্রিজ ও ৪০৪টি লাকভার্টে মোট ক্ষতি হয়েছে ৫৩ কোটি ৮০ লক্ষ টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্র মতে, বন্যায় কৃষি খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার টাকার ক্ষতি হয়েছে এ খাতে। জেলায় কৃষি ও মৎসের পাশাপাশি প্রাণিসম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র মতে, প্রাথমিক তথ্যে এই খাতে মোট ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, মৎস্য খাতে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। সেই হিসাবে প্রায় ৮০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্রঋণ নেওয়ায় সহায়তা, বিনামূল্যে কৃষিসেবা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, উপজেলায় ৫ শতাধিকেরও বেশি গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৫ হাজার বিভিন্ন জাতের গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, এবারের বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ক্ষতি আমাদের ধারণার থেকে বেশিও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৭৫ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ