ব্রাহ্মণপাড়ায় ঘরে ঘরে জ্বর ঠাণ্ড-কাশি : হাসপাতালে রোগীর ভিড়
২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
হেমন্তে শীতের আমেজ। ঋতু পরিবর্তনের এই ক্ষণে ব্রাহ্মণপাড়ায় ঘরে ঘরে বেড়েছে জ্বর সর্দি কাশিসহ বিভিন্ন রোগ। আক্রান্ত হচ্ছে শিশু-বয়স্করা। এদিকে হাসপাতল ও চিকিৎসালয়ে শিশু বয়স্কদের ভিড় বাড়ছে।
ঋতুর পরিবর্তন হওয়ায় হেমন্তের প্রথম দিকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দুই থেকে তিনগুণ বৃদ্ধির তথ্য দিচ্ছেন চিকিৎসকরা। ব্রাহ্মণপাড়া বিভিন্ন এলাকার পাশাপাশি বাইরের ইউনিয়ন থেকে অনেক অসুস্থতা নিয়ে রোগী আসছে। হাসপাতালগুলো ঘুরেও দেখা গেছে রোগীদের ভিড়।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনজনিত কারণে মৌসুমি জ্বরসহ এ সময় শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, ডায়রিয়া, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেকে সাধারণ সর্দি-কাঁশি, ঠান্ডা-জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিনে সরকারি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরকম সময়ে শিশু ও বৃদ্ধদের সুস্থ রাখার জন্য ধুলোবালি ও ঠান্ডা ও প্রচন্ড গরম পরিবেশ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারেও রোগী বাড়তে দেখা গেছে। গতকাল সরেজমিনে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে রোগীদের প্রচন্ড ভিড়। সরকারি হাসপাতাল-এর সামনে এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন আমেনা আক্তার নামে এক নারী। তিন বছরের শিশু সিয়ামকে নিয়ে প্রচন্ড জ্বর ও কাশিজনিত আসুখ নিয়ে হাসপাতালে এসেছেন ফাতিমা বিবি। তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে তার বাচ্চা প্রচুর সর্দি ও কাশিঁ গ্রামের ওষুধের দোকান থেকে এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ খাওয়াইছি কিন্তু আমার বাচ্চার সর্দি ভালো হচ্ছে না। তাই আমি বড় ডাক্তার দেখানোর জন্য চান্দনা থেকে ব্রাহ্মণপাড়া হাসপাতালে নিয়ে এসেছি।
সিদলাই থেকে কবির নামে তিন বছর বয়সের নাতি নিয়ে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট হাসপাতালে এসেছেন আলফু মিয়া তিনি জানান, প্রথমেই সিদলাই বাজারে গ্রাম ডাক্তার দেখিয়েছি অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওষুধ খাওয়ানো হয়েছে। কিছুদিন ভালছিল বর্তমানে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সাহেবাবাদ থেকে ১৯ মাস বয়সী জান্নাতকে নিয়ে সরকারি হাসপাতালে এসেছেন তার মা আয়েশা খাতুন। আয়েশা বলেন, ‘সাত-আটদিন ধরে ঠা-া, কাশি। কিছুতেই কমতেছে না। এজন্য এই হাসপাতালে নিয়া আসছি।’
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ঋতু পরিবর্তনে ঘরে ঘরে জ্বর ও নিউমোনিয়া ও বায়ু দূষণজনিত কারণে রোগীর সংখ্যা আগের চেয়ে দুই থেকে তিনগুণ বেড়েছে। তাদের অনেকে আসছে সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি-কাশি নিয়ে। একটা অংশের তীব্র জ্বর, গলাব্যথা, কাশির উপসর্গ রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘দেখা গেছে এ ধরনের রোগীদের কোনো সংক্রামন নাই, জ্বরও নাই। কিন্তু নাক বন্ধ থাকায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নবজাতক হলে দুধ টেনে খেতে পারে না। বাচ্চা ঘুমাতে পারে না, কান্নাকাটি করে। বাচ্চারা শ্বাসতন্ত্রের নানা ধরনের সংক্রমন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই সময় বাচ্চাদের অ্যাজমাও বেড়ে যাচ্ছে। তাই শীতের শুরুতে সকলকে সর্তক থাকতে হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভয়ঙ্কর সমস্যা সড়ক দুর্ঘটনা
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার
জলহস্তির কুমড়া খাওয়া ভাইরাল
অক্সফোর্ডে ‘ব্রেন রট’ যোগ
দাম বেশি সুবিধা কম
‘ভারত বয়কট হোক’
হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ -মির্জা ফখরুল
বেশি দুর্নীতি পাসপোর্টে
আওয়ামী সুবিধাভোগী হারুনের পদোন্নতিও ‘বঞ্চিত’ কোটায়!
চাহিদা বেড়েছে জন্মনিবন্ধনের
সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক ও প্রস্তুত বিজিবি
ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
খোলা জায়গায় ময়লা-আবর্জনা ডাম্পিং দুর্গন্ধে অতিষ্ঠ দশ গ্রামের মানুষ
ভারতের প্রতিটি রাজ্যে শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা উচিত -কর্নেল অলি
সীতাকুণ্ডে এসিড বোঝাই কাভার্ডভ্যানে আগুন
বসুন্ধরার চেয়ারম্যান ও তার পরিবারের ৮ সদস্যের সম্পদ জব্দ-ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আশুলিয়ায় ভোর থেকে শুরু হয় মানুষের হাট
১০০ দিনে অন্তর্বর্তী সরকার নিয়ে সর্বোচ্চ অপপ্রচার
বাবেল গোলন্দাজের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের