লক্ষ্মীপুরে বিআরটিএ অফিসে ঘুস দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য
০১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
লক্ষ্মীপুর বিআরটিএ অফিসে লাগামহীন ঘুষ-দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে যানবাহন মালিক ও চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের কোনো ফাইল ঘুষ না দিলে নড়ে না। পদে পদে নানা হয়রানির শিকার হতে হয় তাদের। কাজ করতে হলে অফিস প্রধান কামরুজ্জামানকে দিতে হয় চাহিদামতো ঘুষের টাকা। তবে বিআরটিএ কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা হয়েছে।
যাবাহনের চালক ও শ্রমিকরা জানান, লক্ষ্মীপুর বিআরটিএ’র কার্যালয়ের সামনে প্রতিদিনই দালালদের জট লেগেই থাকে। এই অফিসে রয়েছে একটি দালালচক্র সিন্ডিকেট। দালাল ছাড়া কোনো কাজই হয় না। কার্যালয়ের সহকারী পরিচালক ও কর্মচারীদের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করলেই হয়রানি করা হয় গ্রাহকদের।
গ্রাহকদের অভিযোগ, ঘুষ ছাড়া ফাইল নড়া তো দূরের কথা, কোনো কাজই হয় না এই কার্যালয়ে। এতে জেলার বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে গেলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিআরটিএ একার্যালয় থেকে যানবাহন ও মোটরসাইকেল নিবন্ধন, যানবাহনের রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্সের সেবা নেন গ্রাহকরা। গত ২ বছরে প্রায় দুই হাজার ৭০০ মোটরযানের নিবন্ধন দেয়া হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় তিন হাজার। সেই সঙ্গে মালিকানা হস্তান্তর হয়েছে ৫০০। সবক’টি কাজেই গ্রাহকদের দিতে হয়েছে কর্মকর্তাদের চাহিদা মোতাবেক ঘুষ।
লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় প্রায় ১৫ হাজারের বেশি সিএনজি রয়েছে। লাইন্সেস রয়েছে এক হাজার চালকের। নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় ৯ হাজার। নিবন্ধন ছাড়া রয়েছে অন্তত আরও ১০ হাজার। মোটরসাইকেলের সংখ্যা রয়েছে প্রায় ২০ হাজার। পিকআপের সংখ্যা ৪ শতাধিক। এছাড়া বাস ও ট্রাকের সংখ্যা প্রায় শতাধিক।
অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক মো. কামরুজ্জামান যোগদান করার পর দালালদের দৌরাত্ম্য বাড়ছে। তার নেতৃত্বে রয়েছে একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে সেবা বাবত সরকার নির্ধারিত ফি থেকে বিআরটিএ’র চক্রটি লাইসেন্সের জন্য সাত হাজার থেকে ১০ হাজার আর মোটরসাইকেল নিবন্ধনের জন্য নিচ্ছেন ৫-৭ হাজার অতিরিক্ত টাকা। দালালদের মাধ্যমে সব কাজ হয়। টাকা না দিলে মিলে না সেবা।
সিএনজিচালক হাবিব ও জাকির হোসেন, সেলিমসহ কয়েকজন অটোরিকশার মালিক অভিযোগ করে বলেন, কয়েকবার ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিলেও কাজ হয়নি। ‘সরকারি ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছি। ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে দুই বছর ধরে ঘুরছি, লাইসেন্স পাচ্ছি না। অথচ পরিচিত অনেকে অতিরিক্ত টাকা দিয়ে মাসের মধ্যে লাইসেন্স পেয়েছে। দালালদের মাধ্যমে জমা দিলে লাইসেন্স পাওয়া যায়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়কে ট্রাফিক পুলিশের হাতে নানা হয়রানির শিকার হতে হয়। আবার বিআরটিএ চাহিদা মতো টাকা না দিলে লাইসেন্স পাওয়া যায় না। দুর্ভোগের শেষ নেই।
লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী আবুল ফারাহ নিশান ও মহসিন কবির মুরাদ বলেন, প্রতিষ্ঠানটির অসাধু কর্মচারী-কর্মকর্তারা টাকার বিনিময়ে অদক্ষ মানুষকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন। আর তারা সড়কে গিয়ে মানুষ মারছে। কোনো চালকের লাইসেন্স নাই। অদক্ষ চালকের কারণে ঘটনা নানা দুর্ঘটনা। এটার প্রতিকার না হলেও সামনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেন তারা।
লক্ষ্মীপুর বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা হয়েছে। এইখানে কোনো দালাল চক্র নেই বল্লেই চলে। তবে অনেক সময় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে অনেকে অকার্যকর হয়। পরে তারা নানা অভিযোগ করেন বলে দাবি করেন তিনি।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বিআরটিএ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এইখানে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এটা কোনোভাবে মেনে নেয়ার মতো নয়। যেসব অভিযোগ উঠেছে, এসব গুরুতর অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন