ফটিকছড়িতে ভাইয়ের দা’র কোপে ভাই ও মা খুন
০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বড় ভাইয়ের দা কোপে ছোট ভাই নিহত হবার একদিন পর অবশেষে মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত শনিবার ছোট ভাই মো. মাসুম (৩৫) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও মা জুলেখা বেগম (৫৫) লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল রোববার তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। এ মর্মান্তিক ঘটনা পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুলেখা বেগম উপজেলার ভূজপুর ইউপির ফকিরাবন এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। তার ছিল দু’পুত্র সন্তান। মৌলভী মো. ইয়াছিন (৩৮) ও মৌলভী মো. মাসুম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩ এপ্রিল সকালে শুকনোপাতার একটি বস্তা সরানো নিয়ে দু’ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় দু’ভাই বাইরে ছিল। পরে শ্বাশুড়ির মধ্যস্থতায় তা সমাধান হয়। এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে তারা ভাইদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। বাড়ি ফিরে দু’স্ত্রীর ঝগড়ার খবর জেনে দু’ভাইও ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত বড় ভাই মো. ইয়াছিন ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ছোট ভাই মাসুমকে। তাকে বাঁচাতে গিয়ে মা জুলেখা বেগমও দায়ের কোপে গুরুতর জখমপ্রাপ্ত হয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত-মুমূর্ষ মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চমেক হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে দ্রুত চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় নগরীর একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই মো. মাসুম (৩৫)। অন্যদিকে লাইফ সাপোর্টে লড়ছিল মা জুলেখা বেগম। কিন্তু সে লড়াই স্থায়ী হয়নি। আদরের ছোট ছেলে মাসুমের মৃত্যুর পরদিন রবিবার দুপুরে তিনিও পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আপন ভাইয়ের হাতে ভাই, পুত্রের হাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু- এমন হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ ভূজপুরবাসী! এ বেদনাবিধুর ঘটনা এবং স্বজনহারাদের কান্নায় ফকিরাবন গ্রামের বাতাস যেন ভারী হয়ে উঠেছে।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন মা মারা গেছেন বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর থেকে ঘাতক মো. ইয়াছিন পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

তারেক রহমান ঘোষিত ৩১দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জে বিএনপি'র জনসভা

বড়োদের শরীরে পা লাগলে কি করনীয় প্রসঙ্গে?

গ্রেফতারকৃত ক্রীম আপা কেন এত ভাইরাল?

মাগুরায় ছেলের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

চাঁদাবাজদের আর ক্ষমতায় আনা যাবে না : মুফতি ফয়জুল করীম

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন
জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে নারাজ শান্ত

পাঁচ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে ব্যাংকিং খাতে: গর্ভনর

নোয়াখালীতে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট"* এর গণ মিছিল সম্মেলন

ভারতে হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ

ময়মনসিংহে ভালুকের শরীলে পচন আওয়ামী লীগ নেতার চিড়িয়াখানা সিলগালা

আলোর পথে যাত্রার আহ্বান থাকবে পয়লা বৈশাখে: ছায়ানট

ইসরাইলির গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ

লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর যুবকের মৃত্যু

রাজবাড়ীতে যুবদল নেতার হাতে লাঞ্ছিত নির্বাচন কর্মকর্তা ফোন ভাংচুর

রেল হাসপাতালে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও : উপদেষ্টা ফাওজুল

কালীগঞ্জে অপরাধীকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তারাকান্দায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান

আমার স্ত্রীর অবস্থা ভালো : মির্জা ফখরুল

লবণের মূল্য কমে যাওয়ায় চাষিরা হতাশ, মাঠেই গর্তে ফেলে রাখছে লবণ