হরিরামপুর পয়েন্টে আটকে আছে পণ্যবাহী জাহাজ
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম
মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধামানিক ঘাট এলাকায় প্রায় দেড় মাস ধরে নিয়মিত আটকা পড়ছে বিভিন্ন পণ্যবাহী কোস্টার জাহাজ। বর্তমানে এ পয়েন্টে কয়লা সার, পাথরসহ অন্যান্য পণ্যবাহী ২০ থেকে ২২টি কোস্টার জাহাজ আটকে আছে।
জানা যায়, মাওয়া-নগরবাড়ি-বাঘাবাড়ি নৌপথে নিয়মিত চলাচল করে বিভিন্ন পণ্যবাহী এই কোস্টার জাহাজ। বর্ষার পানি কমতে শুরু হলেই শুকনো মৌসুমে পদ্মার বুকে ছোট-বড় অনেক ডুবোচর জেগে উঠে। এই চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি দেখা দিয়েছে পদ্মার নাব্য সংকট।
হরিরামপুরের ধূলশুড়া এলাকা থেকে লেছড়াগঞ্জের সেলিমপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদী পথে এই নাব্য সংকট দেখা দিয়েছে। এতে পানির প্রয়োজনীয় গভীরতা না থাকায় চট্টগ্রাম, মোংলা ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলের জ্বালানি তেলবাহী ও বিভিন্ন মালবোঝাই জাহাজগুলো সরাসরি নগরবাড়ি ও বাঘাবাড়ি বন্দরে যেতে পারছে না। হরিরামপুর উপজেলা পয়েন্টে আন্ধারমানিকঘাট এলাকায় গিয়ে জাহাজগুলো আটকা পড়ে যাচ্ছে।
গতকাল সরেজিমনে দেখা যায়, এই ঘাটে আটকা পড়েছে কয়লা, ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) ও সার বোঝাই করা ২০ থেকে ২২টি জাহাজ। সেখানে শতাধিক শ্রমিক বিভিন্ন জাহাজ থেকে কয়লা, ক্লিংকার ও সার নামিয়ে ছোট ছোট জাহাজ ও বাল্কহেডে বোঝাই করছেন। বোঝাইয়ের পর বাল্কহেডগুলো সেখান থেকে পাবনার নগরবাড়ি ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর অভিমুখে ছেড়ে যাচ্ছে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি বসুন্ধরা-৪ জাহাজের সুখানি আল ইমরান শেখ জানান, আমরা দুই দিন ধরে এখানে আটকা আছি। নদীতে তুলনামূলকভাবে পানি অনেকটাই কম। তাই কিলিংকারগুলো বাল্কহেডে লোড দিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই মৌসুমে প্রতিবছর আমাদের এই ভোগান্তি পোহাতে হয়। কতদিন নিউজ, কত কিছু হলো। কিন্তু আমার ভোগান্তির সমাধান হচ্ছে না।
এমভিএসটিএস-৪ এর সুখানি আমিনুল ইসলাম জানান, আমরা পাবনা নগর বাড়ি সরকারি টিএসপি সার নিয়ে যাব। কিন্তু নদীতে পানি কম হওয়ায় আমরা হরিরামপুরের আন্ধারমানিক ঘাটে চারদিন ধরে আটকা আছি। আসলে এই সময়ে সার কৃষকের জন্য অতি প্রয়োজনীয়। কিন্তু নাব্য সংকটে জাহাজ আটকে আছে। এখন ছোট ছোট বাল্কহেডে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে লোড আনলোডে প্রচুর সময় অপচয় হচ্ছে। আন্ধারমানিক ঘাটের ট্রলার চালক হাশেম জানান, প্রতি বছর এই সময়টা এই এলাকায় প্রচুর পরিমাণে ডুবোচর জেগে উঠে। ফলে নৌযান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। প্রায় দেড়মাস ধরে এখানে ২০/২২টি জাহাজ ভিড়ে আছে। নদীতে পানি কম থাকায় আটকা পড়েছে। শুধু তাই নয়, আন্ধারমানিক ঘাট থেকে চরাঞ্চলের হরিণা ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারেও যাতায়াতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে বিআইডাবিøউটি-এর আরিচা অঞ্চলের ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ ইনকিলাবকে জানান, বিষয়টি আমরা অবগত আছি। গত এক সপ্তাহ আগে ড্রেজিং এর জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। অনুমোদন পেলেই আমরা প্রাথমিকভাবে দু’টি ড্রেজার বসিয়ে ড্রেজিং এর কাজ শুরু করব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রকাশ পেল ৯৭ তম অস্কারের সংক্ষিপ্ত তালিকা
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয়, পলকের স্বীকারোক্তি
মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় জড়িতদের বিচার দাবি
সদরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীর উপর হামলা
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
কিল-ঘুষিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু
আজব ছিনতাইকারীর কবলে তাসরিফ খান, ফেসবুকে জানালেন ঘটনা
গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়
ভিয়েতনামে তর্কের পর ক্যাফেতে আগুন, নিহত ১১
৫ পুলিশ কর্মকর্তাকে কাশিমপুর থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে
বিতর্কিত কর্মকাণ্ডে মেহজাবীন, প্রকাশ্যে ছিঁড়লেন নিজ পোস্টার, চাইলেন ক্ষমা
ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে হামলা ইসরায়েলের
প্রশংসায় ভাসছে বিএনপি নেতা ইশরাক
তাপমাত্রা বৃদ্ধি, দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নরসিংদীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে
দৌলতপুর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জাকির গ্রেফতার
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী : মির্জা ফখরুল
ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক পুলিশপ্রধান মামুন ও জিয়াউলকে
সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য
অস্ত্র’ হাতে বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা কী?