ঘর পেয়ে স্থায়ী ঠিকানায় রামগতির হাজারো দরিদ্র-ভূমিহীন পরিবার
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবন বদলে গেছে লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় এক হাজার হতদরিদ্র পরিবারের জীবনমান। ঘরের পাশাপাশি মাছ চাষের পুকুর ও সবজির চাষের জমি পেয়ে জীবন পাল্টে গেছে তাঁদের। যে মানুষগুলোর একসময় ছিলো ভূমিহীন, ঠিকানাহীন। অন্যের জমিতে ভাঙা ঘরে দিনাতিপাত করতেন পরিবার-পরিজন নিয়ে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার বাসস্থানসহ নানাবিধ সুবিধার ছোঁয়ায় সুবিধাবঞ্চিত ও অবহেলিত অসহায় মানুষগুলোর জীবনমান আজ বদলে গেছে। এতে...