আঁশ ছাড়াতে ব্যস্ত ব্রাহ্মণপাড়ার পাটচাষিরা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি আঁশ। পাট থেকে সোনালি আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই। নদী-নালা ও খাল-বিল থেকে জাগ দেয়া পাট তুলে এনে তার থেকে আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজ করছেন তারা। এ বছর পাটচাষে আবহাওয়া অনুকূলে না থাকায় পাট চাষিদের বিপাকে পড়তে হয়েছিল। তবু সোনালি আঁশের সোদা গন্ধে ও স্বপ্নের সোনালি আঁশ...