অনাবৃষ্টিতে বিপাকে কেশবপুরের পাট চাষিরা
কেশবপুরের চাষিরা পাট কেটে বিপাকে, পানির অভাবে জাঁক দিতে না পেরে রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে দেশের অন্যতম অর্থকরী ফসল সোনালি আঁশ পাট।
দক্ষিণ যশোরের কেশবপুর-মনিরামপুর উপজেলার মাঠের পর মাঠ পাট চাষ করেছেন এলাকার কৃষক। কৃষি অফিস সুত্র জানায়, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে পাটের আবাদ হয়েছে। ফলনও আশানুরূপ। কিন্তু বিপত্তি ঘটেছে অনাবৃষ্টি। বিশেষ করে চাষিরা পাট কেটে একই জমিতে আমন...