চলনবিলাঞ্চলে বিনোদন পিপাসুদের ব্যাপক ভিড়
চলনবিল অধ্যুষিত চাটমোহর, ভাঙুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন বিলপাড়ে বিনোদন পিপাসুদের ব্যাপক ভিড় বাড়ছে। বর্ষার পানি আসার পর বিলগুলো যেন যৌবন ফিরে পেয়েছে। মরা বিলের পানির ঢেউ খেলছে। বাতাসে বিলের পানির সেই ঢেউ আছড়ে পড়ছে বিলপাড়ের সড়ক, বাঁধ কিংবা উঁচু ভিটায়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসছেন বিলপাড়ে প্রকৃতিক কাছাকাছি। বিলের পানিতে নৌকা চড়ে বেড়ানোর পাশাপাশি সূর্য্য ডোবার...