তথ্যপ্রযুক্তির দাপটে রাঙ্গুনিয়ায় ডাক এখন অচল
তথ্যপ্রযুক্তির দাপটে রাঙ্গুনিয়া উপজেলার গুরুত্ব কমেছে চিঠি বাক্স তথা ডাকবাক্সের। দেশের এক সময় যোগাযোগের অন্যতম গণমাধ্যম ছিলো ডাকযোগ। দূর-দুরন্তে বসবাসরত নিকট স্বজন, পরিবার-প্রিয়জন সহৃদয়ের ভাবব্যপ্ত করত সেই চিঠি-পত্রের মাধ্যমে। সমস্ত আবেগ, অনুভুতি আর মায়া বহন করত সেই চিঠি-পত্র। শুধু তাই নয় এক সময় দেশের বিভিন্ন স্থান থেকে হাতে সংবাদ লিখে সাংবাদিকরাও ডাকযোগ সংবাদ পাঠাতো পত্রিকা অফিসে। আধুনিকতার ছোঁয়ায় সেই স্মৃতিময়...