রানীশংকৈলে সংঘর্ষ : নারীসহ আহত ৪ : আটক ২
মামলার দের বছর পর বাদীপক্ষ আদালতের রায় পেলে তারা নালিশি জমিতে যায়। এসময় প্রতিপক্ষ তাদের বেধর মারপিট করে। খবর পেয়ে আতœীয় স্বজনরা আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুর ১টায় উপজেলার নেকমরদ বেলতলি এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার বাজনাহার নামক গ্রামের ওসমানগনী জমি নিয়ে দারাসতুল্লার বিরুদ্ধে ঠাকুরগাঁও কোটে মামলা দায়ের করে। মামলার...