অস্তিত্ব সঙ্কটে ঝিনাই নদী
এক সময় প্রচুর ঝিনুক পাওয়া যেতো বলে নদীটির নাম হয়েছে ঝিনাই। স্বাধীনতা যুদ্ধসহ নানা কারণে জামালপুরবাসীর জন্য ঝিনাই নদী ঐতিহাসিক একটি নদী। এই নদীর নামেই নামকরণ হয়েছিলো জামালপুর জেলার জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঝিনাই।
ঝিনাই নদীর উৎস শেরপুর জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে। আর জামালপুর হয়ে টাঙ্গাইল জেলার বংশী নদীর মোহনায় মিলিত হয়েছে নদীটি। ১৩৩ কিলোমিটার দৈর্ঘের সর্পিলাকার প্রকৃতির ঝিনাই নদীর গড়...