দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওর (পোল্ডার-১) পিআইসি নং ৭১ ও নাইন্দার হাওরের (পোল্ডার-২) পিআইসি নং ৭২ ফসল রক্ষাবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।গতকাল সোমবার দুপুরে বাঁধে দাড়িয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী, শুকুর আলী, আব্দুল জলিল, আবুল হাসান, আব্দুল ছামাদ, আব্দুল মজিদ, ইকবাল হোসেন, কাওসার আলম, সফিকুল ইসলাম, ইছরাজুল, তারা মিয়া, জলিল মিয়া,...