সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১৪ মার্চ ২০২৩, ০৯:০২ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ এএম
লিবিয়ায় নৌকাডুবি
ইনকিলাব ডেস্ক : সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। কেন্দ্রীয় ভ‚মধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য-ভ‚মধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এদিকে ভ‚মধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অবৈধপথে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাচ্ছিলেন। উদ্ধারের পর তাদেরকে উপক‚লে নেওয়া হয়েছে। রয়টার্স।
ব্রাজিলে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের মানাউসে ভ‚মিধসে চার শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির মানাউস শহরে ভ‚মিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আমাজন অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভ‚মিধস হয়ে থাকতে পারে। বহু বাড়িঘর বিধ্বস্ত ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স।
২২ হাজার
ইনকিলাব ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনী এজেই এ তথ্য জানান। এর আগে গত মাসের শুরুর দিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি হাজার হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন। যাদের মধ্যে জেলবন্দিরাও ছিলেন। হোসেইন মোহসেনী বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার লোককে ক্ষমা করা হয়েছে। ইরনা।
ফেলে গেল বন্ধুরা
ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অটোরিকশা দুর্ঘটনায় এক ছেলে নিহত হয়েছে। নিহতের তিন বন্ধু আহত ছেলেটির দেহ বিবেক বিহার এলাকায় রেখে পালিয়ে যায়। দিল্লি পুলিশ জানায়, বন্ধুরা অটোরিকশায় যাওয়ার সময় অটোরিকশা উল্টে ছেলেটি গুরুতর আহত হয়। আহত ছেলেটিকে হাসপাতালে না নিয়ে একই অটোরিকশায় তার তিন বন্ধু বিবেক বিহার এলাকায় ফেলে দেয়। পুলিশ আরও জানায়, আহত ছেলেটি পরে মারা যায়। অটোরিকশাটি তিন বন্ধুর মধ্যে একজনের ছিল। বর্তমানে তিন বন্ধুকে পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এনডিটিভি।
ইরান ও বেলারুশ
ইনকিলাব ডেস্ক : ইরান
এবং বেলারুশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা রোডম্যাপের ব্যাপারে দু’দেশ একমত হয়েছে। এই রোড ম্যাপের আওতায় দুই দেশ পরিবহন, কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুদিনের সফরে ইরান আসার পর এই রোড ম্যাপ নিয়ে তেহরান ও মিনস্ক সমঝোতায় পৌঁছাল। এ সময় দু দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। ইরান এবং বেলারুশ সম্পর্কের তিন দশক পূর্তি উদযাপন করছে। রয়টার্স।
অনুমতি পেল না
ইনকিলাব ডেস্ক : সউদী আরবে আয়োজিত জাতিসংঘের একটি সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে যোগ দেয়ার অনুমতি দেয়নি। রিয়াদ তার নিরাপত্তার বিষয়ে ‘গুরুতরভাবে আলোচনা’ করতে অসম্মতি জানানোয় এ সিদ্ধান্ত। এই সপ্তাহে সউদীতে আয়োজিত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সম্মেলনে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন কোহেন। এটি এমন একটি সফর যার মাধ্যমে সউদী আরবে ইসরাইলি মন্ত্রীর সরকারি পর্যায়ে প্রথম সফর হিসেবে চিহ্নিত হতো। অ্যাক্সিওস।
নিখোঁজ ইরাকে
ইনকিলাব ডেস্ক : ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাতের খবর জানার সঙ্গে সঙ্গে প্রকৌশলী হাজেম মোহাম্মদের মনে কিছুটা আশা জেগেছিল। তিনি ভেবেছিলেন, এবার হয়তো নিজের ভাইয়ের সন্ধান পাবেন তিনি। ১৯৯১ সালে সাদ্দামের শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর গুলি করে হত্যা করা হয়েছিল তাকে। পরে লাশ একটি গণকবরে ফেলে দেওয়া হয়েছিল। ২০ বছর কেটে গেলেও মোহাম্মদের আশা মেটেনি। সেদিন মোহাম্মদকেও গুলি করা হয়েছিল তার ভাইয়ের সঙ্গে। দুটা গুলি লাগলেও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন মোহাম্মদ। তার মতো অগণিত ইরাকি তাদের নিহত বা নিখোঁজ স্বজনদের সন্ধানে আজও অপেক্ষার প্রহর গুনছেন। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!
সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস
ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা
সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন
লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে
গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার
গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন
চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া
সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি