বীভৎস সন্ত্রাসের জনপদ টেক্সাস
০৮ মে ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার একদিন পরই গাড়িচাপায় সাতজনকে হত্যা করা হয়েছে। এবারের হামলার টার্গেট অভিবাসন-প্রত্যাশীরা। টেক্সাসের একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে বাস স্টপে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মানুষ। আর এমন সময় তাদের পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। এতে অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর দুদিন আগে এই অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতায় কমপক্ষে নয়জন নিহত হন। এসব ঘটনার পর মনে হচ্ছে টেক্সাস ভয়াবহ এক সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো বন্দুক রাখা এবং এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার টেক্সাসের অ্যালেন শহরের একটি শপিংমলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত নয়জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, শনিবারের সর্বশেষ বন্দুক সহিংসতায় শিশুসহ ৯ জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকাকে ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। ‘বন্দুক মহামারি’ থামাতে তিনি আইনপ্রণেতাদের কাছে আবারো সাহায্যের আবেদন জানান। বাইডেন বলেন, আমি আবারো কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো যে, তারা একটি বিল পাস করে আমাকে পাঠাবেন যাতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিনের ব্যবহার বন্ধ হয়। এই ধরনের বিল পাঠানো হলে তাতে আমি দ্রুত সই করব। আমাদের সড়কগুলোকে নিরাপদ রাখার জন্য এটি খুবই জরুরি। যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র হামলার কাজে ব্যবহৃত হবে তাদেরকে মোটেই আইনগত সুরক্ষা দেয়া উচিত হবে না এবং যে সমস্ত ব্যক্তি অস্ত্র কিনবে তাদের স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা করতে তিনি আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক সিগনাল ভেঙে বাসস্ট্যান্ডে উঠে পড়ে গাড়িটি। দুর্ঘটনাস্থলে থাকা ভেনেজুয়েলার এক নাগরিক দাবি করেন, চালক গাড়ি থেকে মাথা বের করে তাদের অপমানসূচক কথাবার্তা বলছিলেন। এরপর ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দেন সেই চালক। এ ঘটনার সময় বাসস্ট্যান্ডে প্রায় ২৫ জন দাঁড়িয়েছিলেন। তাদের বেশিরভাগই অন্যদেশ থেকে আসা অভিবাসী। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয় গাড়ির ধাক্কায়। আরও ১০ জন গুরুতর আহত হন। সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ