ওয়াইন আর ললিপপ খেয়ে পাঁচ দিন
০৮ মে ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে গাড়ি নিয়ে গহীন জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলা এক নারীকে পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে গাড়ি নিয়ে গহীন জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলা এক নারীকে পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে। আর এই পাঁচদিন তিনি জঙ্গলে কাটিয়ে দিয়েছেন ওয়াইন ও ললিপপ খেয়ে। জঙ্গলে হারিয়ে যাওয়ার এই ঘটনা ওই নারী যতক্ষণে উপলব্ধি করেছিলেন, ততক্ষণে যা হওয়ার তাই হয়ে যায়। অরণ্যের একেবারে মাঝামাঝি জায়গায় পৌঁছে যান তিনি। যেখান থেকে ফেরার পথ আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি তার জন্য। তবে গাড়ি ঘুরিয়ে ফেরার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই চিনতে পারছিলেন না ঠিক কোন পথ ধরে অরণ্যে ঢুকে পড়েছেন। তিনি অরণ্য থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতেই গাড়ি কর্দমাক্ত জায়গায় আটকে যায়। ফলে গাড়ি নিয়ে আর বেরোনোর কোনও উপায় ছিল না তার। এ ছাড়া তার শারীরিক অবস্থাও খুব একটা ভাল ছিল না। যে কারণে অরণ্য থেকে বেরোনোর সাহসও পাচ্ছিলেন না তিনি। ফলে শেষ পর্যন্ত নিজের গাড়ির ভেতরেই আশ্রয় নিতে হয় তাকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডট এইউ বলছে, গত ৩০ এপ্রিল ওই নারী নিখোঁজ হয়ে যান। বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাকে শেষবার দেখা গেছে মিট্টা মিট্টা বুশল্যান্ডের একটি কাঁচা রাস্তায়। ৪৭ বছর বয়সী লিলিয়ান নামের ওই নারী গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক দিনের ভ্রমণে। কিন্তু অরণ্যে হারিয়ে যাওয়ায় সেখানেই তার কেটে যায় ৫ দিন। পাঁচ দিন পর দেশটির পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে জরুরি সেবা বিভাগের কর্মীরা তাকে খুঁজে পায়। এই নারীকে উদ্ধারের নাটকীয় অভিযানের মুহূর্তের ভিডিও শেয়ার করেছে ভিক্টোরিয়া পুলিশ। হেলিকপ্টার থেকে অরণ্যে তল্লাশি চালিয়ে তার অবস্থান শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত পাঁচদিন পর বেঁচে ফেরার আশা দেখতে পান লিলিয়ান। নির্জন বনে একাকী মৃত্যুর পথ থেকে বেঁচে ফেরেন তিনি। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ