অন্যের ছেড়ে দেয়া আসনে ছেলেকে নিলেন দাউদ
২৪ জুন ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
আটলান্টিকের অতলে হারিয়ে গেল মিনি সাবমেরিন (ডুবোযান) টাইটান। যে টাইটানিক দর্শনের জন্য এত ঘনঘটা, সেই জাহাজের মতোই করুণ পরিণতি ডুবোযানের। এই টাইটানেই সওয়ার হওয়ার কথা ছিল লাস ভেগাসের বিনিয়োগকারী জে ব্লুম এবং তার ছেলের। বলা ভালো, ভাগ্যের জোরেই এক প্রকার প্রাণে বাঁচলেন তারা। আর তাদের জায়গায় বসে প্রাণ হারালেন পাকিস্তানে এক বিলিওনিয়ার ও তার ছেলে। ওশিয়ানগেটের ( যে কোম্পানি ওই ডুবোযান তৈরি করে) সিইও স্টকটন রাশ বিগত এক বছর ধরে জে-কে টাইটানে সওয়ার হওয়ার জন্য রাজি করিয়েছিলেন। স্টকটনের কথায় খানিক প্রভাবিতও হয়েছিলেন তিনি। আটলান্টিকে গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী ছিলেন তার ২০ বছরের ছেলেও। তবে শেষমেশ পিছিয়ে আসেন তারা। টাইটান আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে জে-র মনে খানিক সঙ্কোচ ছিল। তাই শেষ মুহূর্তে তিনি সেই অভিযান থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সেটা তখন প্রকাশ করেননি। সময়ের অভাবে অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। এর পরেই জে এবং তার ছেলের জন্য সংরক্ষিত টিকিট পান পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ এবং সুলেমান দাউদ। টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়ে আর ফিরে আসেননি তারা। অপর এক খবরে বলা হয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ আরোহীসহ পানির চাপে বিস্ফোরিত হয়েছে সাবমেরিন টাইটান। মার্কিন কোস্টগার্ড এমন ধারণার কথা জানিয়েছে। টাইটানিক জাহাজের কাছ থেকে বিস্ফোরিত টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর ফলে উদ্ধার অভিযানের মূল মনোযোগ এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। কীভাবে তদন্তকারীরা এই কারণ খুঁজে বের করতে পারেন তা নিয়ে বিশেষজ্ঞদের কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউজারের মতে, তারা সমুদ্রের তলদেশে যা পেয়েছেন তা ভয়াবহ অন্তর্মুখী বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ তারা দুটি ধ্বংসাবশেষ পেয়েছেন। একটি টাইটানের পেছনের দিকের একটি অংশ এবং অপরটি এর ল্যান্ডিং ফ্রেম, যা ইঙ্গিত দিচ্ছে ডুবোযানটি পানির চাপে খ--বিখ- হয়ে গেছে। ব্রিটেনের রয়্যাল নেভির সাবেক সাবমেরিন ক্যাপ্টেন রায়ান র্যামসের মতে, এমনটি কেন ঘটেছে এবং এটি এড়াতে কী করার ছিল তা সম্পর্কে জানতে কর্তৃপক্ষ খুঁজে পাওয়া সব ধ্বাংসাবশেষ একত্রিত করবে। তিনি বলেন, এটায় কোনও ব্ল্যাক বক্স নেই। ফলে ডুবোযানটির সর্বশেষ গতিবিধি জানার সুযোগ থাকছে না। এটি বাদে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের সঙ্গে এর তেমন কোনও পার্থক্য নেই। তার মতে, তদন্তকারীরা ধ্বংসাবশেষগুলো সাগর থেকে তুলে আনার পর ভেঙে যাওয়া কাঠামোগুলোর কার্বন গঠন পর্যবেক্ষণ করবেন। শেষ মুহূর্তে কী ঘটেছে তা বুঝতে এটি খুব সহযোগিতা করবে। প্রতিটি টুকরো পুংখানুপুংখভাবে যাচাই করা হবে। কার্বন ফাইবারের ফিলামেন্টের দিক পর্যবেক্ষণ করা হবে। খুঁজে দেখা হবে ‘মাইক্রোস্কোপিক টিয়ার্স’। এগুলো থেকে কোন স্থানে ফাটল ধরেছিল তা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে। তদন্তকারীদের যে বড় প্রশ্নটির উত্তর খুঁজতে হবে তা হলো অবকাঠামোগত ত্রুটির কারণে এমনটি ঘটেছিল কিনা। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের অধ্যাপক ব্লেয়ার থর্নটন বলেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে টাইটান অবিশ্বাস্য রকমের চাপে পড়েছিল, যে চাপের ভর আইফেল টাওয়ারের সমান হতে পারে। তিনি বলেন, আমরা টাইটানের ভেতরে একটি খুব শক্তিশালী অন্তর্মুখী বিস্ফোরণের কথা বলছি। কয়েকজন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেবে। আর তা হলো পর্যাপ্ত পরীক্ষার অভাবে কি এমনটি ঘটেছে? ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রডেরিক অ্যা স্মিথ বলেন, কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের সংযোগ খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। অন্তর্মুখী বিস্ফোরণের তীব্রতার কারণে ঘটনাগুলোর পরম্পরা নির্দিষ্ট করা খুব কঠিন হতে পারে। তাই সম্ভব হলে পুনরুদ্ধার এবং কষ্টসাধ্য পরীক্ষার প্রয়োজন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফুডপ্যান্ডায় সিপি ফাইভ স্টারের ১০০টি আউটলেটের খাবার অর্ডার করা যাবে
বিপিএলে ছক্কার নতুন রেকর্ড
ভুক্তভোগী পরিবারে কিশোর গ্যাংদের হামলা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
উইন্ডিজ সফরের নারী দল ঘোষণা
মাজারের জন্য মানত করা কোনো কিছু মসজিদ বা এতিমখানায় দেওয়া প্রসঙ্গে।
মানিকগঞ্জে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের
কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী
সিরাজদিখানে অবৈধভাবে তিন ফসলি জমির মাটিকাটার দায়ে দুটি ভেকু ধ্বংস
মসনদেতে কে বসবে সেটি এখন দিল্লী নয়, জনগণই নির্ধারণ করবে: হাসনাত আব্দুল্লাহ
চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাকায় ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পর্যটন মেলা
কুপিয়ে বাক্প্রতিবন্ধী কিশোরীকে খুন : বাবাকে খুঁজছে পুলিশ
মাদারীপুর সদর হাসপাতালের লাশ কাটার মর্গটির এখন বেহাল দশা
খালেদা জিয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
ঐক্যবদ্ধ না থাকলে , বিভক্ত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
শাক-সবজি উৎপদান করে এলাকায় সাড়া ফেলেছে
জিরানী-আমতলা সড়কে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
বিরলে অতিরিক্তি সচিব ড. নুরুন নাহারের কৃষি প্রকল্প পরিদর্শন
মহেশপুর ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করলো বিবিজি