ক্যাডার তৈরিতে নতুন কাঠামো
০১ জুলাই ২০২৩, ০৭:৩৯ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
পশ্চিমা শক্তিকে মোকাবেলায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে আরও ক্ষমতা দিয়ে নতুন একটি বৈদেশিক নীতি বিষয়ক আইন পাস করেছে চীন। এর ফলে বিশ্বজুড়ে চীনের স্বার্থবিরোধী কোনওরকম কার্যকলাপের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারবেন। বিবিসি জানায়, কোনও সংস্থা চীনের স্বার্থের জন্য হানিকর কর্মকা-ে জড়িত থাকলে নতুন আইনের আওতায় সাজার মুখে পড়বে। যদিও কোন কোন ক্ষেত্রে সীমা লংঘন হবে সে ব্যাপারে আইনটিতে নির্দিষ্ট করে কিছু বলা নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনটি চীনের আগ্রাসী কূটনীতিকে সামনে নিয়ে এসেছে। ১ জুলাই থেকে এ আইন কার্যকর হচ্ছে। তবে কতটা সক্রিয়ভাবে এ আইন প্রয়োগ করা হবে সেটি এখন দেখার বিষয়। কোভিড মহামারী পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উন্মুখ হয়ে আছে চীন। এমন সময়ে এরকম একটি আইন করে শি জিনপিংয়ের হাত আরও শক্তিশালী করা হল। এদিকে, সরকারি ক্যাডার গঠনে নতুন কাঠামো হাতে নিয়েছে চীন সরকার। কমিউনিস্ট মতাদর্শের আদলে সাজানো হয়েছে গঠনপদ্ধতি। নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে- চীনের তরে, চীনের ভেতরে। এই কাঠামোতে গোটা বিশ্ব থেকে ভিন্নভাবে মজবুত করে তৈরি করা হবে চীনের ক্যাডারদের। চীনের উন্নয়ন অব্যাহত রাখা, চীনকে বিশ্বদরবারে উন্নীত করা এবং চীনের লক্ষ্যপূরণে বৈশ্বিক বাধা মোকাবিলা হবে এই ক্যাডারদের অন্যতম উদ্দেশ্য। সফলতা হাসিলের জন্য তাদের হবে এক মন ও এক চিন্তা। মূলত কয়েকটি লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে তাদের গঠন করা হবে। প্রথমত, সমাজতান্ত্রিক এই ক্যাডারদের আদর্শের ভিত্তি হবে শি জিনপিংয়ের আদর্শের অনুরূপ। দ্বিতীয়ত, মেধা, যোগ্যতা ও নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে ক্যাডারদের। যারা সদা-সর্বদা সমাজতান্ত্রিক চীনের উন্নয়নের জন্য কাজ করবে। তৃতীয়ত, নেতৃত্বের গুণাবলীর ওপর ভিত্তি করে একজন ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিউনিস্ট চীনের একজন ক্যাডারকে অবশ্যই দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। পারিবারিকভাবে ও দাম্পত্য জীবনেও তাকে স্থিতিশীল থাকতে হবে। এসব যোগ্যতার ভিত্তিতে ক্যাডার তৈরি করে চীনকে বিশ্বদরবারে উপস্থাপন করতে চায় চীন, এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লি কেকিয়াং। খবর জানায় ফাইন্যান্সিয়াল পোস্ট। অপরদিকে, একটি নতুন আইনের মাধ্যমে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশাল ক্ষমতাকে আরও দৃঢ় করা হচ্ছে, এর ফলে বিশ্ব মঞ্চে বেইজিংয়ের স্বার্থও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, নতুন আইনটি এমন সত্তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে হুমকিস্বরূপ, যেগুলো চীনের স্বার্থের জন্য ‘ক্ষতিকর’ উপায় হিসেবে কাজ করে। যদিও কোন লাইনগুলো অতিক্রম করা উচিত নয়, তা নির্দিষ্ট করে না। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, আইনটি চীনের আক্রমণাত্মক কূটনীতিকে গুরুত্ব প্রদান করে। তবে ১ জুলাই থেকে কার্যকর হলে এটি কতটা সক্রিয়ভাবে প্রয়োগ করা হবে, সেটাই দেখার বিষয়। বিশেষ করে যেখানে, ভয়াবহ কোভিড-১৯ এর মহামারির পর বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে আগ্রহী চীন। ফাইন্যান্সিয়াল পোস্ট, বিবিসি, গ্লোবাল টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক