মণিপুর থেকে হাজার হাজার বাস্তুচ্যুত যাচ্ছে মিজোরামে
০৩ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ক্রমশ তীব্র হচ্ছে শরণার্থী সংকট। আর এর পেছনে রয়েছে প্রতিবেশী মণিপুর রাজ্যের চলমান সহিংসতা। গত ৩রা মে থেকে স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে টানা সহিংসতা চলছে মণিপুরে। আর এতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে মিজোরামে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এরইমধ্যে মণিপুর থেকে আসা শরণার্থীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। রোববার প্রকাশিত এক রিপোর্টে ভারতীয় গণমাধ্যমটি দাবি করে, সাত হাজারেরও বেশি বাংলাদেশি উপজাতি বর্তমানে মিজোরামে শরণার্থী হয়ে আছে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাম্প্রতিক অস্থিরতার কারণেই তারা বাংলাদেশ ছেড়ে মিজোরামে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়। বাংলাদেশ সামরিক বাহিনী এবং কুকি-চীন ন্যাশনাল আর্মির (কেএনএ) মধ্যে গত নভেম্বর মাস থেকে সশস্ত্র সংঘাত চলছে। এই বাহিনী কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামেও পরিচিত। এটি মূলত একটি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী বাহিনী। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেসময় ৩৫ হাজার মানুষ মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করে এবং মিজোরামে শরণার্থী হিসেবে থাকতে শুরু করে। মিজোরাম মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য। বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া উপজাতিরা সেখানে সহজেই মিশে যেতে পারছে। চিন-কুকি কিংবা মিয়ানমার থেকে আসা জোমি গোষ্ঠীর মানুষেরা সবাইই মিজোরামের জো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের সংস্কৃতিতে মিল রয়েছে এবং তারা সকলেই খ্রিস্টান। এদিকে মণিপুরের সংঘাতের কারণে এখন নতুন করে শরণার্থীরা যেতে শুরু করেছে মিজোরামে। মণিপুরের সহিংসতায় এখন পর্যন্ত ১২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫০ জনেরও বেশি। এছাড়া পুড়িয়ে দেয়া হয়েছে শত শত বাড়িঘর, গাড়ি এবং দোকান পাট। মিজোরাম সরকার এখন মণিপুর, মিয়ানমার শরণার্থীদের জন্য কেন্দ্র থেকে তহবিল চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কোনও আর্থিক সহায়তা দেয়নি। শরণার্থীদের মিজোরামের ১১টি জেলার বিভিন্ন শিবিরে রাখা হয়েছে। তবে অনেকেই শিবিরের বাইরে থাকে। কেউ কেউ আছে আত্মীয়দের বাড়িতে, কেউ আবার ভাড়া বাড়িতে থাকছে। কেউ কেউ গির্জা কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টারে থাকছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ১৬ই মে এবং ২৩শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি লিখেছেন। তিনি মণিপুর থেকে আসা বাস্তুচ্যুত মানুষদের ত্রাণ দেয়ার জন্য ১০ কোটি রূপির আর্থিক সহায়তা চেয়েছেন। মিজোরামের হোম কমিশনার এইচ লালেংমাওইয়া বলেছেন যে, রাজ্যের একটি প্রতিনিধিদল পর্যটন মন্ত্রী রবার্ট রোমাওয়ার নেতৃত্বে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এরমধ্যে আছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাও। বাস্তুচ্যুত লোকদের ত্রাণ দেয়ার জন্য কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ দেয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। লালেংমাওইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। কিন্তু আমরা এখনও কোনও আর্থিক সহায়তা পাইনি। ইন্ডিয়া টুডে এ খবর জানায়। রোববার ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘শনিবার রাতে দু’পক্ষের গুলির লড়াইয়ে কমপক্ষে দু’জন ‘গ্রামসেবক’ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে খোইজুমন্তবি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় এলাকায় পাহারা দিচ্ছিলেন ‘গ্রামসেবকরা’। তখনই কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সাথে তাদের গুলির লড়াই শুরু হয়।’ গত দু’মাস ধরে মণিপুরে জাতিগত সংঘাতে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী রঞ্জন সিংহের বাড়িতে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। মণিপুর সরকারের একমাত্র নারী মন্ত্রী কাংপোকপি কেন্দ্রের এমপি নেমচা কিগপেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী এল সুসীন্দ্র মেইতেইয়ের বাড়ি সংলগ্ন একটি গুদামঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন সিংহ। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন তিনি। শনিবার ‘এনডিটিভি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে রাজ্যের হিংসায় যেভাবে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করা হচ্ছে, তাতে আঘাত পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন, তার সাথে কেউ নেই। কিন্তু পরে সমর্থকদের ‘ভালবাসা’তেই তিনি সিদ্ধান্ত বদল করেন। ইন্ডিয়া টুডে, এবিপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ