শেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
০৭ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
শেরপুর সদরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভীড় চোখে দেখার মতো। ঈদুল আজহার দিন থেকেই জমে ওঠে সদরের শ্যামলী শিশুপার্ক, গুল্ডেনভেলী পার্ক, অর্কিড, দারোগআলী পৌরপার্ক।
সরেজমিনে দেখা যায়, ঈদের দিন বিকেল থেকেই জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিল। এসব পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা ছিলো উচ্ছসিত। শেরপুরে ঈদের একদিন আগেও ছিলো প্রচন্ড গরম। ঈদের আগের দিন রাত থেকে শুরু হয় বৃষ্টি। এতে শীতল আবহাওয়ায় প্রাণজুড়িয়ে যায় মানুষের। তাই এবার শেরপুরে কাটছে বৃষ্টি বিঘিœত ঈদ। এ অবস্থা নিয়ে ঈদের দিন থেকেই আনন্দ ছড়িয়েছে বিনোদন কেন্দ্রগুলোতেও। প্রতিবছর গজনী ও মধুটিলা ইকোপার্কে পর্যটনের প্রচুর সমাগম ঘটে। কিন্তু এবার বৃষ্টি বাঁধায় তা হচ্ছে না। তাই বিনোদন প্রেমীরা ছুটে যাচ্ছেন শেরপুর সদরের কাছাকাছি বিনোদন কেন্দ্রগুলোতে।
কোরবানির ঈদ হওয়ায় কোরবানির পশুর গোস্ত কাটা শেষেই বাড়ির বাইরে বের হয় সব বয়সের মানুষ। জেলায় মেঘলা আকাশ ছিলো। এরই মধ্যে জেলা সদরের বিনোদন কেন্দ্রগুলোয় ঢল নামে সব বয়সের মানুষের। পূর্বের সূর্য পশ্চিমে ঢলতেই পরিবার-পরিজন নিয়ে, ঈদের নতুন পোশাকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমান বিনোদন প্রেমিরা। বিশেষ করে দর্শনার্থীদের রাতের আলোক সজ্জায় আকৃষ্ট করছে বেশি। সন্ধ্যার পর বিনোদন প্রেমিদের পদচারণায় মুখরিত হয়ে যায় পার্কগুলো।
শেরপুর শহরের শ্যামলী শিশু পার্ক, দারোগআলী পৌর শিশুপার্ক, গোল্ডেন ভেলী পার্কে ও অর্কিডে পরিবার পরিজন নিয়ে চলে আসে মানুষ। এসব পার্কে ঘোড়ার গাড়ি, প্যাডেল বোর্ড, নাগর দোলা, ট্রেন, সাম্পান নৌকা, রেলগাড়ি, চরকি, পুতুলনাচ রয়েছে। এ ছাড়াও আছে গানের তালে তালে পানিতে নেমে গোসল করার সুযোগ। আর এসব নানা রাইটস দেখে আনন্দিত শিশু কিশোররা।
পৌরশহর থেকে ঘুরতে আসা রাকিবুল আওয়াল পাপুল বলেন, আগে ঈদ এলেই গজনী ও মধুটিলায় ঘুরতে যাইতাম। কিন্তু এবার বৃষ্টির কারণে যেতে পারিনি। তবে শহরের কাছাকাছি বিনোদন কেন্দ্র হয়েছে তাই কাছাকাছি আসছি। এখানেও অনেক রাইডস আছে বন্ধু-বান্ধব মিলে অনেক মজা করলাম।
সদরের সাগর মিয়া বলেন, শহরের ভেতরে পার্কগুলো অনেক সুন্দর। বৃষ্টি কারণে দূরে কোথাও যাওয়া হবে না মনে হয়। তাই বউকে নিয়ে কাছেই ঘুরতে আসলাম।
শিশু লাবিবা বলে, আমি মা-বাবার সাথে ঘুরতে এসে অনেক মজা করলাম। অনেক কিছু দেখলাম। অনেক রাইডসে ওঠলাম। অনেক কিছু খেলাম। খুব ভালো লেগেছে।
শহরের জুই বলেন, আসলে প্রতি ঈদেই ঘুরতে বের হয়। আমরা মেয়ে মানুষ কাছাকাছি জায়গায় বেশি যাই। এ বিনোদন কেন্দ্রগুলিতে রাত পর্যন্ত থাকলেও কোন সমস্যা নাই। আর রাতে আরও বেশি জমে উঠে। রাতে আরও বেশি সুন্দর হয়।
শেরপুর জেলা শহরে আগে তেমন কোন বিনোদন কেন্দ্র ছিলো না। কিন্তু সম্প্রতি বেসরকারিভাবে গড়ে উঠেছে কয়েকটি বিনোদন কেন্দ্র। এসব বিনোদন কেন্দ্রে ঈদসহ বিভিন্ন দিবসে মানুষ ঘুরে আনন্দ উপভোগ করে আসছে। এসব বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা থাকায় দিন থেকে রাত অবদি পর্যন্ত বিনোদন উপভোগ করে থাকে।
শ্যামলী শিশুপার্ক ও রেস্তোরার ম্যানেজার সাহাদৎ হোসেন স্মরণ জানান, ঈদে পার্কগুলোতে প্রচুর ভিড়। ঈদে তারা নানাভাবে সু-সজ্জিত করেছে পার্কগুলো। আগামী এক সপ্তাহ এই ভীড় অব্যহত থাকবে বলে তার আশা।
অর্কিডের মালিক আবু সাঈদ বলেন, আমরা ঈদের কয়েকদিন আগে থেকেই ভালো প্রস্তুতি নিয়েছি। এবার পর্যটন ভালো আসতেছে। বিনোদন প্রেমিরা ভালো সাড়া ফেলেছে। আর এমনভাবে আসলে আমাদের এবছর ভালো লাভ হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস