আরো ৩ ফিলিস্তিনির প্রাণ নিলো ইসরাইলি বাহিনী
০৮ জুলাই ২০২৩, ০৯:১০ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৬ এএম
পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপ করার ‘একচেটিয়া অধিকার’ আছে বলে দাবি করেছে ইসরাইল সরকার। শুক্রবার স্থানীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে। ১৯ জুন ইসরাইলের আরব সংখ্যালঘু অধিকারের আইনি কেন্দ্র আদালাহতে সরকারি সচিব ইয়োসি ফক্সের একটি লিখিত প্রতিক্রিয়ায় বিবৃতিটি দেওয়া হয়েছিল। পরে শুক্রবার ইসরাইলি গণমাধ্যমে তা প্রকাশিত হয়। চিঠিতে ফক্স বলেছেন, ‘ইহুদি জনগণের এই ভূমি (পশ্চিম তীর) স্ব-নিয়ন্ত্রিত করার একচেটিয়া অধিকার রয়েছে।’ আদালাহ এক বিবৃতিতে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে শত শত বসতি ইউনিট নির্মাণের অনুমতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো বন্ধ করার জন্য বেসরকারি সংস্থার মাধ্যমে কর্তৃপক্ষের অনুরোধের প্রতিক্রিয়ায় চিঠিটি দেওয়া হয়েছে। ইসরাইলি সরকারের প্রতিক্রিয়া তাদের ভূমিতে ফিলিস্তিনিদের স্ব-নিয়ন্ত্রণের অধিকারকে ‘স্পষ্টভাবে অস্বীকার’ করেছে। আদালার আইনি ইউনিটের প্রধান সুহাদ বিশারা বলেছেন, ইসরাইলি সরকারের প্রতিক্রিয়া অধিকৃত অঞ্চল সম্পর্কিত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। প্রায় সাত লাখ বসতি স্থাপনকারী পশ্চিম তীরে ১৬৪টি বসতি এবং ১১৬টি ফাঁড়িতে বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত অঞ্চলের সমস্ত ইহুদি বসতি অবৈধ বলে বিবেচিত হয়। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। আরেক খবরে বলা হয়, অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নাবলুস ও উম্মে সাফাত শহরে শুক্রবার তাদের হত্যা করা হয়। ‘জঙ্গি’ দমনে ইসরাইল দুই দিনের অভিযান শেষ করার ৪৮ ঘণ্টা না যেতেই এ ঘটনা ঘটেছে। ওই অভিযানে ১২ ফিলিস্তিনি ও এক ইসরাইলি সেনা নিহত হন। পশ্চিমতীরের বাণিজ্যিক রাজধানী নাবলুসে ইসরাইলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। ইসরাইলের শিন বেট নিরাপত্তা সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে পুলিশের গাড়িতে গুলি চালানোর পেছনে ওই ব্যক্তিরা জড়িত ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নাবলুসে নিহত দুজনকে শনাক্ত করেছে। তারা হলেন, ৩৮ বছরের খায়রি মোহাম্মদ সারি শাহীন ও ৩২ বছরের হামজা মোয়েদ মোহাম্মদ মকবুল। পপুলার ফ্রন্ট ফর ফিলিস্তিন এবং আল-আকসা শহীদ ব্রিগেড নামে দুটি সংগঠন তাদের নিজেদের সদস্য বলে দাবি করেছে। পরে শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য পশ্চিমতীরের শহর উম্মে সাফাতে একটি বিক্ষোভের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবারের অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গি নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। পশ্চিমতীরে চলতি বছর ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হন। ইসরাইল বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই জঙ্গি। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে। ফিলিস্তিনিরা তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের জন্য সেই অঞ্চলগুলোকে দখলমুক্ত করতে চাইছে। আনাদোলু, আরব নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভোট চাওয়া তাহসানের ভিডিও ভাইরাল
কাতারের কাছে মার্কিন নিষেধাজ্ঞা তোলার আর্জি সিরিয়ার
সীমান্ত দিয়ে পাচারকালে ৭টি ভারতীয় গরু জব্দ
১৫ পুলিশ হত্যা মামলা : কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে
পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন করেন কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ
সুপ্রিম কোর্টে আরও এক হেল্পলাইন চালু, মিলবে আইনি সেবা
চলতি সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ভারতের ছত্তিশগড়ে সেপটিক ট্যাংক থেকে সাংবাদিকদের লাশ উদ্ধার
বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির
এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ
ছাত্রদল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে : শিবির সভাপতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ
জকিগঞ্জের সন্তানরা বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছে : ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ
এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায়
গণ-অভ্যুত্থানে হত্যা : চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউর ১৫ জন বরখাস্ত
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
সাভার ও আশুলিয়ায় খাঁটি খেজুরের রস খেতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ
‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে?