প্রবল বর্ষণ বন্যায় মৃত্যু এশিয়ার বিভিন্ন দেশে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৫ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম

চলতি মাসে এশিয়ার বিভিন্ন দেশে বর্ষা ঋতু তীব্র আকার ধারণ করায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক পক্ষকাল ধরে তুমুল বৃষ্টি ভারত, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে বন্যা ও ভূমিধসের কারণ হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশগুলোর লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে, জানিয়েছে বিবিসি। শুক্রবার রাজধানী সিউলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়া উচ্চ সতর্কাবস্থায় ছিল, এ দিন ফিলিপিন্সের কর্মকর্তারা একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করেন। গত সপ্তাহের প্রথমদিকে জাপান তাদের কিউশু দ্বীপে রেকর্ড ভাঙা বন্যার কথা জানায়। এ বন্যায় স্থানীয় এক রাজনীতিকসহ অন্তত আটজনের মৃত্যু হয়, আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। “আগে কখনও এমন বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না,” দেশের বিভিন্ন শহরে রেকর্ড বৃষ্টি হওয়ার পর বলেছেন জাপানের আবহাওয়া সংস্থার এক মুখপাত্র। প্রায় দুই সপ্তাহ ধরে চীন ও ভারতের বিভিন্ন এলাকায় টানা প্রবল বর্ষণের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আবহাওয়াপরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বন্যার শঙ্কা বৃদ্ধি পাচ্ছে। বহু দেশ তীব্র আবহাওয়া পরিস্থিতির বিপদ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার পানি, জলবিদ্যা ও ক্রায়োস্ফিয়ার বিষয়ক পরিচালক স্টেফান উলেনব্রুক বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “জাপানের মতো উন্নত দেশগুলো অত্যন্ত সতর্ক, বন্যা মোকাবেলা ব্যাপস্থাপনার ক্ষেত্রেও তাদের প্রস্তুতি বেশ ভালো। কিন্তু অনেক নিম্ন আয়ের দেশে সতর্ক করার কোনো ব্যবস্থা নেই, বন্যা প্রতিরোধের অবকাঠামোও তেমন একটা নেই এবং বন্যা নিয়ন্ত্রণের সমন্বিত কোনো ব্যবস্থাপনা নেই।” গত সপ্তাহে জাপানের কর্তৃপক্ষ কিউশু দ্বীপের দু’টি প্রিফেকচার থেকে ৪ লাখ ২০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়। এক্ষেত্রে তারা যে আদেশ জারি করে তাতে লেখা ছিল, “আপনার জীবন বিপন্ন, আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে।” এদিকে দক্ষিণ কোরিয়ায় তিন দিন ধরে চলা প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে, তিনজন নিখোঁজ রয়েছেন এবং কয়েক হাজার জনকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির সরকারি সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী হান ডক-সু বলেছেন, দেশের সর্বোচ্চ অগ্রাধিকার মৃত্যু প্রতিরোধ করা। বর্ষা ঋতু শেষ হওয়ার আগ পর্যন্ত সব সরকারি কর্মকর্তাকে সতর্ক থাকার ও সাড়া দিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিবেশী উত্তর কোরিয়ায়ও ব্যাপক বৃষ্টি হয়েছে জানিয়ে তিনি সতর্ক করে বলেন, সীমান্তের কাছে একটি বাঁধ থেকে উত্তর কোরিয়া পানি ছেড়ে দিতে পারে, তার জন্যও পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। অতীতে কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকবার এ ধরনের পানি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছিল আর তাতে দক্ষিণ কোরিয়ায় বন্যা ও মৃত্যুর ঘটনাও ঘটে। ইতোমধ্যে চীন ও ভারত প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যু হতে দেখেছে। ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে এক পক্ষকাল ধরে তুমুল বৃষ্টিতে ভূমিধস, হড়কা বান ও ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। উত্তরাঞ্চলে রেকর্ড বৃষ্টি হওয়ায় ও প্রতিবেশী হরিয়ানা রাজ্য উপচে পড়া একটি বাঁধের পানি ছেড়ে দেওয়ায় যমুন নদীর পানি বেড়ে ভারতের রাজধানী দিল্লিতে বন্যা দেখা দিয়েছে। এতে দিল্লির বহু সড়ক তলিয়ে গেছে, কর্তৃপক্ষ সাবওয়ে সিস্টেমের একটি অংশ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টসহ দিল্লির বেশকিছু এলাকা ডুবে জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। চীনে অস্বাভাবিক ভারি বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং পুরো দেশজুড়েই অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চাংচিংয়ে একটি নদীর প্রবল স্রোতে ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বন্যার পেছনে অনেক কারণ থাকলেও বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ঘটতে থাকা আবহাওয়া পরিবর্তন বিশ্বব্যাপী ভারি বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলেছে, কারণ উষ্ণ বায়ুম-ল বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। গত সপ্তাহে বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, সাত বছরের মধ্যে প্রথমবারের মতো এল নিনো শুরু হয়েছে। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় পূর্বাঞ্চলে সমুদ্র পৃষ্ঠের দীর্ঘদিনের গড় তাপমাত্রা শূণ্য দশমিক ৫ সেলসিয়াস বাড়লে আবহাওয়ার এই প্রপঞ্চ শুরু হয় যার প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হয়। এল নিনো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিপর্যয়কর আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্র প্রস্তুত করেছে বলে সংস্থাটি জানিয়েছে। গত সপ্তাহে কম্বোডিয়ার রাজধানী নম পেনে হঠাৎ বন্যা দেখা দেয়। এতে নগরীর ১৪টি এলাকা বন্যা কবলিত হয়। ‘তিন বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতের’ কারণে এমনটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ব্যাপক বন্যায় ১৭ কিলোমিটার দীর্ঘ ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। ম্যানিলা বিমানবন্দরের থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। ম্যানিলার উত্তরপূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে থাকায় রাজধানীতে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে ধারণা কর্তৃপক্ষের। বিবিসি, রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক