অসহনীয় তাপপ্রবাহে রেকর্ড অতিক্রম
১৫ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম
এ বছরের জুন মাস ছিল ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ তথ্য জানিয়েছে। খবর জানিয়েছে টাইম। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭৪ বছর ধরে বিশ্বের তাপমাত্রার যে রেকর্ড রাখা হচ্ছে তাতে দেখা গেছে, এ বছরের জুনে সবচেয়ে বেশি গরম পড়েছিল। এনওএএ’র তথ্যমতে, বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক শূন্য ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল জুনের বৈশ্বিক গড় তাপমাত্রা। প্রথমবারের মতো গ্রীষ্মের মাসে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। ১৮৫০ সাল থেকে বিশ্বে তাপমাত্রার রেকর্ড রাখছে এনওএএ। নাসার তাপমাত্রা নিয়ে গবেষণাকারী মার্কিন প্রতিষ্ঠান বার্কলে আর্থ ও ইউরোপের কোপারনিকাসের মতো অন্যান্য আবহাওয়া পর্যবেক্ষণ করা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে গত জনু মাসকে রেকর্ডের সবচেয়ে উষ্ণতম জুন বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রে চলমান তাপপ্রবাহ অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। আরো তীব্র হওয়ার আশঙ্কার মাঝে দক্ষিণ-পশ্চিমে ওয়াশিংটন রাজ্য পর্যন্ত জারি হয়েছে সতর্কতা। প্রতিবেদনে বলা হচ্ছে, আবহাওয়া অফিসের দেয়া পরামর্শের আওতায় থাকছে ফ্লোরিডা থেকে টেক্সাস হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত কমপক্ষে নয় কোটি ৩০ লাখ আমেরিকান। এয়ার কন্ডিশনারের কারণে টেক্সাসে বিদ্যুৎ ব্যবহার আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। যা গতকাল শুক্রবার আরো বেড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস সতর্ক করে বলেছে, চলতি মাসে তাপপ্রবাহের তীব্রতা বিপজ্জনক হতে পারে। সামনের দিকে প্রায় দুই কোটি ৭০ লাখ মানুষ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করবে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, যুক্তরাষ্ট্রে তাপ-সম্পর্কিত কারণে প্রতি বছর প্রায় ৭০০ মানুষ মারা যায়। শুক্রবার ও শনিবারে ব্যতিক্রমীভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। কিছু এলাকায় ফোসকা পড়া তাপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। তাপপ্রবাহ এমন রাজ্যগুলোতে প্রভাব ফেলছে যেখানে সাধারণত গ্রীষ্মকালে বেশ গরম থাকে। তবে একাধিক অঞ্চলে তাপমাত্রা সর্বকালের রেকর্ডের সমান হবে বা অতিক্রম করবে। লাস ভেগাস আগামী কয়েক দিনের মধ্যে তার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের সমান হতে পারে। পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর একটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বকালের উচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে তীব্র গরমের সঙ্গে লড়ছে। টেক্সাসের এল পাসোতে তাপমাত্রা টানা ২৭ দিন ধরে ফারেনহাইটে তিন অঙ্কের ঘরে রয়েছে। সারা বিশ্বেই পারদ চড়ছে। গত সপ্তাহে, বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়াপরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। প্রাকৃতিকভাবে এল নিনোর প্রবাহও রয়েছে; যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় ও প্রতি তিন থেকে সাত বছরে ঘটে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী এর মধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। কার্বন নির্গমন হ্রাস না করলে ক্রমশ আরো বিপজ্জনক দিকে যাবে তাপমাত্রা। অপর এক খবরে বলা হয়, ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচ- তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সুস্থ ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছেন বলে জানানো হয় সর্তক বার্তায়। খবর বিবিসি। রোম, ফ্লোরেন্স ও বোলোগনাসহ জনপ্রিয় পর্যটন শহরগুলোতেও এই রেড অ্যালার্ট প্রযোজ্য। সহসা তাপপ্রবাহ কমার লক্ষণ নেই। বরং ইউরোপজুড়ে এই সংকট দেখা যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, আগামী সপ্তাহে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে। ইএসএ স্যাটেলাইটের মাধ্যমে স্থল ও সমুদ্রের তাপমাত্রা নিরীক্ষণ করে। ২০২১ সালের আগস্টে সিসিলিতে মহাদেশের এখন পর্যন্ত উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুসারে, এই সপ্তাহে তাপমাত্রা ওই স্তরে পৌঁছাতে পারে। ইতালি সরকার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় বেলা ১১টা থেকে বিকাল ৬টার মধ্যে সরাসরি সূর্যালোক এড়িয়ে চলতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যতœ নেয়ার পরামর্শ দিয়েছে। এদিকে সম্প্রতি গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে বেশি হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ অ্যাক্রোপলিস দর্শকদের সুরক্ষার জন্য গতকাল কিছু সময় বন্ধ ছিল। এছাড়া কিছু এলাকায় দাবানলের মারাত্মক আশঙ্কা রয়েছে। এর আগে ব্যতিক্রমী তাপপ্রবাহের কারণে ২০২১ দেশটি বড় আকারের দাবানলের শিকার হয়েছিল। এছাড়া গরমে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে জার্মানি ও পোল্যান্ড। চেক আবহাওয়া অফিস সতর্কতা জারি করে বলেছে, সপ্তাহান্তে তাপমাত্রা ব্যতিক্রমীভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে পারে। বিবিসি, রয়টার্স, টাইম।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক