‘সৈনিক ছিলেন, স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারলেন না’
২২ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ভারতের মনিপুর রাজ্যের যে দুই নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ভিডিও নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে, তাদেরই একজনের স্বামী শুক্রবার আক্ষেপ করে বলেছেন, তিনি ভারতের সেনাবাহিনীতে ছিলেন, কার্গিল যুদ্ধ করেছেন, অথচ স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারলেন না। ওই ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে মনিপুর পুলিশ জানিয়েছে, আর মূল অভিযুক্তের বাড়ি বৃহস্পতিবার রাতে ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় নারীরা। যে প্রাচীন নারী সংগঠনটির সদস্যরা মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই ‘মেইরা পেইবেই’ ওই দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো এবং তার ভিডিও করার গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে। ‘মেইরা পেইবেই’ শব্দের অর্থ যে নারীরা মশাল হাতে সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেন। ঘটনাচক্রে যাদের নিগ্রহ করা হয়েছে, তারা কুকি সম্প্রদায়ের মানুষ, আর অভিযুক্তরা মেইতেই সম্প্রদায়ভুক্ত। আবার যে নারীরা ওই অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিয়েছেন, তারাও পেইবেই। অভিযুক্তদের ফাঁসির দাবিও তুলেছে অতি শক্তিশালী ও সামাজিক আন্দোলনগুলোর সামনের সারিতে থাকা মনিপুরের নারী সমাজ। তারা বলছেন, মনিপুরী সমাজে যে নারীদের এত শ্রদ্ধা করা হয়, মায়ের সম্মান দেয়া হয়, সেই নারীজাতি, হলেনই বা তারা কুকি সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে কিভাবে এই ঘটনা ঘটাতে পারল অভিযুক্তরা? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে যে দুই নারীকে নগ্ন করে হাঁটতে বাধ্য করা হচ্ছে বলে দেখা গেছে, তাদের একজনের বয়স ৪০-এর ওপরে, অন্যজন ২০-২৩ বছর বয়সী। যার বয়স ৪০-এর ওপরে, তারই স্বামী শুক্রবার কথা বলেছেন সংবাদমাধ্যমের সাথে। তিনি সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের সুবেদার ছিলেন। তিনি বলেন, আমি কার্গিল যুদ্ধ দেখেছি, ভারতীয় শান্তিবাহিনীর হয়ে শ্রীলঙ্কাতেও ছিলাম। আমি দেশ রক্ষার কাজ করেছি, অথচ অবসর নেয়ার পরে নিজের স্ত্রী এবং গ্রামের আরেক নারীকে রক্ষা করতে পারলাম না। ওই অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কথায়, চৌঠা মে সকালে জনতা এসে এলাকার বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, দুজন নারীকে বিবস্ত্র করে দেয়া হয় আর গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। সেখানে পুলিশ হাজির ছিল, কিন্তু তারা কিচ্ছু করেনি। পুলিশের বিরুদ্ধে ঘটনা চলাকালীন কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ যেমন আছে, তেমনই থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্তদের গত তিন মাস গ্রেফতার করা হয়নি কেন, সেই প্রশ্নও তুলছেন মানবাধিকার কর্মীরা। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির সাথে জামায়াতের দুরুত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে : ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত